আহমেদাবাদ, ১৩ জুন: আহমেদাবাদে (Ahmedabad Plane Crash) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) ড্রিমলাইনার ভেঙে পড়ে ওড়ার কয়েক মুহূর্তের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। লন্ডনগামী বিমানটিতে যে ২৪২ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে মাত্র একজন জীবিত। তিনি হলেন বিশ্বাস কুমার রমেশ। বাকিদের সবার মৃত্যু হয়েছে। লন্ডনগামী বিমান ভেঙে পড়ার জেরে একমাত্র যে ব্যক্তি বেঁচে রয়েছেন, তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে গোটা দুর্ঘটনাস্থলও ঘুরে দেখেন তিনি। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান থেকে বেঁচে ফেরা ব্যক্তির সঙ্গে যেমন প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন, তেমনি যে হস্টেলে বিমানটি ভেঙে পড়ে, সেখানকার আহতদের সঙ্গেও মোদী কথা বলেন। প্রায় ২০ মিনিট প্রধানমন্ত্রী আহমেদাবাদ সিভিল হাসপাতালে ছিলেন। তারপর আহমেদাবাদে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় যে হারে মানুষের মৃত্যু হয়েছে, তার জেরে চোখে জল দেখা যায় প্রধানমন্ত্রীর। আহমেদাবাদে নেমে রুমাল দিয়ে চোখ মুছতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে হাজির হন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন রায়ডুও। বৃহস্পতিবার দুর্ঘটনার পর আহমেদাবাদে (Air India Flight AI171 Plane Crash) যান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। অমিত শাহের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন দুর্ঘটনাস্থলে।
প্রসঙ্গত বৃহস্পতিবারের দুর্ঘটনায় মৃত্যু হয় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজ রূপানিরও। মেয়ের সঙ্গে দেখা করতে রূপানি লন্ডনে যাচ্ছিলেন। তিনিও চড়েন লন্ডনগামী বিমানে। বিজয় রূপানিরও মৃত্যু হয় বৃহস্পতিবারের ওই ভয়াবহ দুর্ঘটনায়।