
আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট (Air India Flight Crash)। উড়ানের কয়েক মিনিটের মাথায় মেঘানিনগরের জনবহুল এলাকায় ভেঙে পড়ে বিমানটি (AI171)। সেই সময় বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী। যাঁদের মধ্যে অধিকাংশরই মৃত্যু হয়েছে। যদিও হতাহত সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি রাজ্য বা কেন্দ্র সরকার। এদিকে এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে পৌঁছতেই তড়িঘড়ি তিনি ফোন করেন বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডুকে। এই দুর্ঘটনা নিয়ে দুজনের মধ্যেই আলোচনা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নায়ডুকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সূত্রের খবর, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট রাখার জন্য অনুরোধ করেছেন। তাঁর সঙ্গে কথা বলেই রামমোহন নায়ডু আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ ও ত্রাণের বিষয়টি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন তিনি।
দেখুন পোস্ট
Prime Minister Narendra Modi spoke to the Minister of Civil Aviation, Rammohan Naidu, and took stock of the Air India flight crash incident in Ahmedabad. The Minister informed the Prime Minister that he is rushing to Ahmedabad to oversee rescue and relief operations on the… pic.twitter.com/PiSPkKNs81
— ANI (@ANI) June 12, 2025
আহত বিজয় রূপানি
এদিকে এই দুর্ঘটনা নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এই বিমানে নাকি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। এবং যাত্রী তালিকায় নাকি তাঁর নামও রয়েছে। যদিও এই নিয়ে এখনই রাজ্য সরকার বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের তরফ থেকে কিছু বলা হয়নি। তবে তিনি নাকি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।