মোদীর দেওয়া উপহার (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ভারত-পাক সংঘাতের (India Pakistan Clash) পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সাইপ্রাস, কানাডা, ত্রোয়েশিয়া পাঁচদিনে এই তিন দেশে যাবেন মোদী। ত্রিদেশীয় সফরের প্রথমেই সাইপ্রাসে পৌঁছে যান মোদী। আর সেখানে পৌঁছেই সাইপ্রাসের ফার্স্ট লেডি ফিলিপ্পা কারসেরাকে একটি রূপোর ক্লাচ উপহার দিলেন প্রধানমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী ধাতব কাজে ঢাকা এই ক্লাচ। মন্দির এবং রাজকীয় শিল্পের অনুকরণে তৈরি এই ক্লাচটি। নকশার মাঝে মাঝে বসানো নানা পাথর যা ক্লাচটির শোভাকে দ্বিগুণ করেছে।

সাইপ্রাসের ফার্স্ট লেডিকে বিশেষ উপহার মোদীর

এছাড়া সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডিসকে একটি কাশ্মীরি সিল্ক কার্পেটও উপহার দিয়েছেন মোদী। দু'টি রঙের প্রলেপ দিয়ে তৈরি এই কার্পেট। উল্লেখ্য, সাইপ্রাসের র্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন নমো। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোসের হাত থেকেই এই সম্মান গ্রহণ করেন তিনি। এই সম্মান হাতে নিয়ে সাইপ্রাসের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন মোদী। সাইপ্রাস থেকে কানাডার উদ্দেশে রওনা দেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারতীয় সময় মঙ্গলবার সকালে কানাডার ক্যালগেরিতে পৌঁছয় মোদীর বিমান।

সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?