Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
সর্বশেষ গল্প
22 minutes ago

BJP Showcaused 3 Leaders: সায়ন্তন বসু-সহ ৩ নেতাকে শোকজ বিজেপির

Videos Sarmita Bhattacharjee | Dec 23, 2020 12:34 PM IST
A+
A-

দলবিরোধী মন্তব্যের জের। শোকজ করা হল বিজেপির রাজ্য শাখার সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে (Sayantan Basu)। শুধু সায়ন্তনকে একাই নয়। শোকজ করা হয়েছে আলিপুরদুয়ারের বিজেপি (BJP) সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Gangaprasad Sharma) এবং নাগরাকাটায় মণ্ডল সভাপতি সন্তোষ হাতিকে (Santosh Hati)। এদের প্রত্যেকের বিরুদ্ধেই সংবাদমাধ্যমের কাছে দলবিরোধী এবং নিম্নরুচির মন্তব্য করার অভিযোগ উঠেছে। এদের প্রত্যেকের কাছেই লিখিতভাবে চিঠি পাঠানো হয়েছে। দলবিরোধী এহেন ঘৃণ্য বক্তব্যের কারণ কী? সেই নিয়ে সাতদিনের মধ্যে কৈফিয়ত চাওয়া হয়েছে। যদি যথাযথ যুক্তিসম্পন্ন কৈফিয়ত না মেলে, তাহলে তিনজনের বিরুদ্ধেই কড়া শাস্তি নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।ঠিক কী কারণে তিন নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সেটি চিঠিতে স্পষ্ট করে বলা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, তৃণমূল ছেড়ে জিতেন্দ্র তিওয়ারি যখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য তোড়জোড় করছেন। ঠিক সেই সময়ই জিতেন্দ্রর সম্পর্কে বিতর্কিত কিছু মন্তব্য করে বসেন সায়ন্তন বসু। গত ১৮ ডিসেম্বর সংবাদমাধ্যমে দলবিরোধী এবং নিম্নরুচির মন্তব্য করেছেন। এটি দলের অবস্থানের সম্পূর্ণ বিরোধী।

RELATED VIDEOS