5G-র হাত ধরে এবার আরও ডিজিটাল হওয়ার পথে ভারত; একটা সিনেমা ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ৬ সেকেন্ড!
Photo Credits: Twitter/ Amdocs Network

নতুন দিল্লি, ১৫ অক্টোবর: 5G-র হাত ধরে এবার আরও ডিজিটাল (Digital) হতে চলেছে ভারত (India)। প্রযুক্তির এই (Technology) অগ্রগতির হাত ধরে একটা সিনেমা (Cinema) ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ৬ সেকেন্ড! রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এবং স্যামসং ইলেট্রনিক্স এবার নিয়ে এল নেক্সট জেনারেশন টেকনোলজি ৷ জিও (Jio) এবং স্যামসাং (Samsung) নিজেদের 5Gও LTE-র কম্বো নিয়ে এল ২০১৯ সালে ৷ সংস্থা দুটি একে অপরের হাত ধরে এত দিন শুধুমাত্র এগিয়ে চলছিল। এবার সেই পথ ধরে আরও এগিয়ে যাবে ভারত৷

এই 5G-র স্পিড প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট। বর্তমানে ব্যবহারকারীরা (Users) প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট স্পিডে ডেটা (Data) ব্যবহার করতে পারেন। অর্থাৎ হিসেব করে দেখা যাচ্ছে, একটা সিনেমা ডাউনলোড করতে সময় লাগছে মাত্র ৬ সেকেন্ড মত। স্যামসাঙের সঙ্গে পার্টনারশিপে জিও পৃথিবীর সবচেয়ে বড় গ্রিনফিল্ড এবং সব আইপি বেসড 4G LTE network৷ যা থেকে বর্তমানে ৩৪০ মিলিয়ন LTE উপভোক্তা পরিষেবা (Service) পেয়ে থাকেন। নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হতে চলেছে 5G NSA মোডে৷ উন্নত প্রযুক্তির 4G LTE এবং 5G টেকনোলজি কম্বিনেশনে ডুয়াল কানেকটেড মোডে এই কাজ হবে ৷ আরও পড়ুন: Jio: ভারতীয় টেলিকমে জোরদার যুদ্ধ, জিও-এয়ারটেল- ভোডাফোনের ছায়াযুদ্ধ টুইটারে

Reliance Jio Infocomm Ltd-র পক্ষ থেকে প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন জানিয়েছেন, "আমরা জিও। আমরা আমাদের কো-পার্টনার Samsung-র সঙ্গে ভারতকে প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যেতে সাহায্য করছি ৷" Samsung Electronics-র বিজনেস হেড পল কিংহুন চিয়ুন জানিয়েছেন, " স্যামসং জিও -র সঙ্গে নেক্সট জেনারেশন ইনোভেশন পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর ৷ যা ৫ জি ডিজিটাল করে ভারতকে ডিজিটাল ভারত হওয়ার দিকে এগিয়ে দেবে ৷ স্যামসং নেটওয়ার্কের ৫ জি পোর্টফোলিওতে থাকবে ৩.৫ GHzসলিউশান৷"