Google 2023 (Photo Credits: Pixabay)

একে তো আর্থিক মন্দার জেরে ছাঁটাই, তার ওপরে নতুন নীতি আরও সমস্যায় ফেলেছে গুগলের কর্মরত কর্মচারীদের। নতুন এই নীতির মধ্যে দিয়ে প্রমোশন পাওয়া আরও কঠিন হতে চলেছে। সূত্র থেকে জানা গেছে গত বছরের তুলনায় এবছরে প্রমোশন পাওয়া কর্মচারীদের সংখ্যা অনেকটাই কম। কেন এমন  হচ্ছে ? এর পেছনে কারণ কি?

এই বিষয়ে যা জানা যাচ্ছে গুগলের তরফ থেকে গুগল রিভিউ এন্ড ডেভেলপমেন্ট(GRAD) নামের একটি নীতি চালু করা হয়েছে। এই নীতি অনুযায়ী,  তারাই প্রমোশনের যোগ্য হবে যারা নিজেদের প্রমোশনের পাশাপাশি সংস্থার বৃদ্ধির ক্ষেত্রেও সমান অংশীদার হবে। তারাই গুগলে সিনিয়র এবং লিডারশিপ রোলের ক্ষেত্রে নির্বাচিত হবেন।

যদিও সংস্থার টেকনিক্যাল রোলে থাকা কর্মচারীরা নিজেরাই নিজেদেরকে মনোনীত করতে পারবেন বলে জানা গেছে। তবে সেক্ষেত্রে ম্যানেজার তাদের পারফর্মান্সের ভিত্তিতে প্রমোশন দেবেন কি দেবেন না। সেটা ম্যানেজার নির্বাচন করবেন। এছাড়া কম কর্মচারীকে প্রমোশন দেওয়ার ক্ষেত্রে সংস্থার একটাই লক্ষ্য কর্মচারীদের উন্নতির পাশাপাশি যেন সংস্থার উন্নতিও হয়।

জানুয়ারীতে আর্থিক মন্দার জেরে ১২ হাজার কর্মচারীকে ছাঁটাই করেছিল সংস্থা। অন্যান্য দেশেও এই ছাঁটাই প্রক্রিয়া চলবে তবে তার জন্য একটু দেরী হবে। কেননা, ছাঁটাই প্রক্রিয়া কার্যকর করতে সেখানকার নিয়ম কানুন অনুযায়ী এগোনো হবে জানিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই।