বেঙ্গালুরু: অবশেষে স্বপ্নপূরণ হল ভারতের। ইতিহাস তৈরি করে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণে সক্ষম হল ভারতের রোভার প্রজ্ঞান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার ২৩ অগাস্ট সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করে প্রজ্ঞান। চন্দ্রযান-৩ মিশন সফল হতেই কর্নাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর মিশন কন্ট্রোল কমপ্লেক্স থাকা ভারতীয় বিজ্ঞানী ও অন্যান্য আধিকারিকরা আনন্দে মেতে ওঠেন।
বুধবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, 'চন্দ্রযান-৩ সাফল্যের মুখ দেখবে। আমি আত্মবিশ্বাসী। তার কারণ দীর্ঘদিন ধরে ইসরোর বিজ্ঞানীরা যে পরিশ্রম করেছেন, তার ফলশ্রুতি হিসেবেই এই সাফল্য কামনা করছি। গত চার বছর ধরে বিজ্ঞানীরা এই মিশনের পিছনে অক্লান্ত ভাবে খেটেছেন। ২০১৯ সালে চন্দ্রযান-২ সাফল্য পায়নি। এরপর থেকে আমরা চন্দ্রযান-৩ মিশন নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছি। এই চার বছর অনেকটা লম্বা পথ। সমস্ত অপ্রীতিকর পরিস্থিতির জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি। শুধু তাই নয়, আমরা ব্যাকআপ প্ল্যানগুলিও তৈরি করে রেখেছি।' আরও পড়ুন: Chandrayaan 3 Landing: বিপুল সংখ্যক ভক্তরা উপস্থিত বাগেশ্বর ধামে, চলছে চন্দ্রযান ৩ এর সফল অবতরণের জন্য বিশেষ প্রার্থনা (দেখুন ভিডিও)
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3
— ISRO (@isro) August 23, 2023
দেখুন ভিডিয়ো:
#WATCH | "India is on the Moon": ISRO chief S Somanath as Chandrayaan 3 lander module Vikram makes safe and soft landing on the Moon pic.twitter.com/5xEKg0Lrlu
— ANI (@ANI) August 23, 2023