Indian-origin scientist discovered alien life (Photo Credit: X)

নয়াদিল্লি: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge University) ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী (Indian-Origin Scientist) ডঃ নিক্কু মধুসূধন (Dr Nikku Madhusudhan) ও তাঁর দল পৃথিবী থেকে প্রায় ১২৪ আলোকবর্ষ দূরের গ্রহ (Planet) কেটু–১৮বি–তে জীবনের (Alien Life) সম্ভাব্য লক্ষণ সনাক্ত করেছেন। নাসার (NASA) জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) এর সাহায্যে দলটি ভিনগ্রহে ডাইমিথাইল সালফাইড (DMS) এবং ডাইমিথাইল ডাইসালফাইড (DMDS) গ্যাসের উপস্থিতি সনাক্ত করেছে, এগুলি সমুদ্রে উপস্থিত সামুদ্রিক শৈবাল দ্বারা উৎপন্ন হয়।

আরও পড়ুন : Grok Studio Released: ইলন মাস্কের মস্তিষ্কপ্রসূত এক্স হ্যান্ডেল এ আই গ্রোক স্টুডিওর আত্মপ্রকাশ, নেটিজেনরা কীভাবে উপকৃত হবেন?

ডঃ নিক্কু মধুসূধন কে?

১৯৮০ সালে ভারতে জন্মগ্রহণকারী ডঃ মধুসূধন বারাণসীর বিএইচইউ-এর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৯ সালে তাঁর পিএইচডি থিসিসটি ছিল আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলির বায়ুমণ্ডল অধ্যয়ন সম্পর্কে। পিএইচডি করার পর, তিনি এমআইটি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষক হিসেবে বিভিন্ন পদে ছিলেন। ২০১৩ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি জ্যোতির্পদার্থবিদ্যা এবং ভিনগ্রহ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়িত্বে রয়েছেন। ডঃ মধুসূদন বেশ কয়েকটি পদে স্বর্ণপদক পেয়েছেন।