নয়াদিল্লিঃ নাবালিকাকে (Minor Girl) ধর্ষণের (Rape) চেষ্টা। গ্রেফতার (Arrest) বনকর্মী। হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের মাধোপুর জেলায়। অভিযুক্ত বনকর্মীর নাম মুকেশ গুর্জর। বয়স ৪১। একটি অরণ্যে বনকর্মীর কাজ করতেন তিনি। অভিযোগ, সোমবার ওই বনাঞ্চল সংলগ্ন এলাকায় গিয়েছিল ১৭ বছরের ওই নাবালিকা। তাঁকে দেখে পাঁচিল পেরিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই বনকর্মী। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। অভিযুক্তর মুখে ঘুষি মেরে কোনও রকমে সেখান থেকে পালায় ওই নাবালিকা
নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১
এরপরই ওই বনকর্মীর উপর চড়াও হয় গ্রামবাসীরা। তাঁকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে অভিযুক্ত। বর্তমানে তাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। চোট রয়েছে তাঁরও। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা।
নির্জন জায়গায় নিয়ে গিতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার কর্মরত বনকর্মী
Forest Guard Thrashed For Attempting To Rape Minor In Rajasthan: Copshttps://t.co/ckXFWG3TSO pic.twitter.com/LrGRyaq5Hx
— NDTV (@ndtv) April 22, 2025