বেঙ্গালুরু, ২২ এপ্রিল: বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় বায়ুসেনার অফিসার শিলাদিত্য বোসকে (Shiladitya Bose) মারধরের ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে। শিলাদিত্য বর্তমানে তাঁর স্ত্রী মধুমিতা দত্তকে নিয়ে কলকাতায় (Kolkata) রয়েছেন। শিলাদিত্য বোসের ভিডিয়ো সামনে আসার পর পালটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায়। যেখানে এক বাইকারকে মারধর করতে দেখা যায় বায়ুসেনার (IAF Officer) উইং কমান্ডারকে। যা নিয়ে হইচই শুরু হতেই পরপর দুটি অভিযোগ দায়ের করা হয়। এমনই জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।
পুলিশ কমিশনার বলেন, শিলাদিত্য বোসের (IAF Commander Shiladitya Bose Assault) ঘটনায় পরপর দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে ওই দুটি অভিযোগ দায়ের করা হয়। যা পুলিশ খতিয়ে দেখছে। এ বিষয়ে সমস্ত তথ্য যোগাড় করে, তা খতিয়ে দেখছে পুলিশ। ফলে গোটা ঘটনার তদন্তের পরই এ বিষয়ে কোনও মন্তব্য করা যাবে। এমনও জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।
শুনুন কী বললেন পুলিশ কমিশনার...
#WATCH | Karnataka: IAF Wing Commander Shiladitya Bose and his wife Squadron Leader Madhumita Das allegedly assaulted in a road rage incident in Bengaluru | Bengaluru Police Commissioner B Dayananda says, "Case and counter case have been registered in Byappanahalli PS. The police… pic.twitter.com/IKBQd7w4qs
— ANI (@ANI) April 22, 2025
প্রসঙ্গত বায়ুসেনার উইং কমান্ডার শিলাদিত্য বোসকে পেটানো হয়েছে রাস্তায়। একটি ভিডিয়োর মাধ্যমে বায়ুসেনা আধিকারিক দম্পতি এমনই দাবি করেন। যা নিয়ে তোলপাড় শুরু হতেই পালট ভিডিয়ো সামনে আসে।
যেখানে দেখা যায়, এক বাইকারের সঙ্গে তর্ক হচ্ছে শিলাদিত্য বোসের। হঠাৎ করেই বায়ুসেনা অফিসার তাঁর জামার কলার ধরে পেটানো শুরু করেন। স্বামীকে থামাতে এগিয়ে যান শিলাদিত্যর স্কোয়াড্রন কমান্ডার স্ত্রী মধুমিতা দত্ত। শিলাদিত্যর বিরুদ্ধে এমন একাধিক ভিডিয়ো ফুটেজ সোমবার রাতে ভাইরাল হতেই ওই ঘটনায় 'ট্যুইস্ট' চোখে পড়ে। যা নিয়ে ফের নতুন করে শোরগোল শুরু হয়ে যায়।