Air Force Officer (Photo Credit: X/Screengrab)

বেঙ্গালুরু, ২২ এপ্রিল: ভারতীয় বায়ুসেনার বাঙালি অফিসার (IAF officer Assault) শিলাদিত্য বোসের ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়েছে। শিলাদিত্য বোসকে (Shiladitya Bose) মারধর করা হয়েছে বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় দাঁড় করিয়ে, বায়ুসেনার উইং কমান্ডারের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যা নিয়ে তোলপাড় শুরু হতেই প্রকাশ্যে আসে দ্বিতীয় ভিডিয়ো। যেখানে এক ডেলিভারি  বয়কে শিলাদিত্য বোস মারধর করছেন। এমন ছবি দেখা যায়। ওই ডেলিভারি বয়কে মারধরের পরপরই বায়ুসেনার ওই অফিসার এবং তাঁর স্ত্রীকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে গালিগালাজ করা হয় বলে মনে করছে পুলিশ।

শিলাদিত্য বোস যেভাবে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে  এক বাইকারকে মারধর করেন, তার জেরে বায়ুসেনার অফিসারের বিরুদ্ধে 'খুনের চেষ্টার অভিযোগ' দায়ের করা হয়েছে। যা নিয়ে ফের আরও এক দফা শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন: Viral Video Of DRDO Officer Case: বাঙালি বায়ুসেনা অফিসারকে মারধরের নেপথ্যে কী কারণ? ডেলিভারি বয়কে হেনস্থার ভিডিয়ো ভাইরাল হতেই পালটা প্রশ্ন, তোলপাড়, দেখুন

রিপোর্টে প্রকাশ, শিলাদিত্য বোস বর্তমানে তাঁর স্ত্রীর সঙ্গে কলকাতায় রয়েছেন। বেঙ্গালুরু পুলিশের তরফে শিগগিরই তাঁকে সমন পাঠানো হবে জিজ্ঞাসাবাদের জন্য। এমন খবরও প্রকাশ্যে আসছে।

জানা যাচ্ছে, বিকাশ কুমার নামে এক কল সেন্টারের কর্মীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার শিলাদিত্য বোসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরুর ব্যাপনাহাল্লির পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারায় শিলাদিত্য বোসের বিরুদ্ধে  অভিযোগ দায়ের করা হয় বলে খবর।

দেখুন শিলাদিত্য বোসের ভিডিয়ো...

 

View this post on Instagram

 

ঘটনার দিন কী হয়?

জানা যায়, শিলাদিত্য বোস তাঁর স্কোয়াড্রন লিডার স্ত্রী মধুমিতা দত্তকে নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন সকাল ৬টা নাগাদ। কলকাতার বিমান ধরতেই শিলাদিত্য এবং মধুমিতা বেঙ্গালুরু বিমানবন্দরের দিকে রওনা দেন। এরপরই শিলাদিত্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় বায়ুসেনার ওই কর্মী ক্যামেরা অন করে কথা বলছেন। তাঁর গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করিয়ে তাঁদের হেনস্থা করা হয়েছে। প্রতিবাদ করলে তাঁকে চাবি দিয়ে খুঁচিয়ে কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে। মাথায় ঘুঁষি মারা হয়েছে বলে করা হয় অভিযোগ।

মাঝ রাস্তায় তাঁকে মারধর করা হলে, সাহায্যের জন্য কেউ এগিয়ে যাননি। বর্তমানে বেঙ্গালুরুর এমন পরিস্থিতি যে কন্নড়দের বিরুদ্ধে কেউ কোনও প্রতিবাদ করেন না বলেও অভিযোগ করেন শিলাদিত্য।

বায়ুসেনা অফিসারের ওই ভিডিয়ো ভাইরাল হতেই ২১ এপ্রিল সন্ধে নাগাদ আরও একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে এক বাইক আরোহীকে মারধর করতে দেখা যায় শিলাদিত্যকে।

পুলিশের তরফে কী জানানো হয়?

বেঙ্গালুরু পুলিশ জানায়, শিলাদিত্য বোসের গাড়ির সামনে উল্টো দিক থেকে এক বাইকার চলে আসেন। যা নিয়ে ওই ব্যক্তির সঙ্গে শিলাদিত্য এবং মধুমিতার বিবাদ শুরু হয়। যার জেরে শিলাদিত্য ওই ব্যক্তিকে মারধর করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ভাষা নিয়ে যে অভিযোগ শিলাদিত্য করেছেন, তা একেবারে ঠিক নয়। এটা রাস্তার উপরের ঝামেলা। এর সঙ্গে ভাষা নিয়ে অভিযোগের কোনও ভিত্তি নেই বলেও পুলিশের তরফে দাবি করা হয়।

বেঙ্গালুরুতে বায়ুসেনার বাঙালি অফিসারকে মারধর, নয়া ভিডিয়ো সামনে আসতেই পালটা 'খুনের চেষ্টার অভিযোগ' দায়ের শিলাদিত্য বোসের বিরুদ্ধে, দেখুন