বেঙ্গালুরু, ২১ এপ্রিল: বেঙ্গালুরুতে (Bengaluru) ডিআরডিও (DRDO) অফিসার শিলাদিত্য বোসকে মারধরের ঘটনায় এবার নয়া মোড়। বেঙ্গালুরু থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয় শিলাদিত্য বোসের। যেখানে দেখা যায়, রাস্তার উপর এক ডেলিভারি বয়কে মারধর করছেন শিলাদিত্য। ওই সময় তাঁকে ঠেকানোর আপ্রাণ চেষ্টা করছেন বায়ুসেনা অফিসারের স্ত্রী মধুমিতা (বায়ুসেনা কর্মী)। শিলাদিত্য বোস এবং মধুমিতার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের চর্চা শুরু হয়ে যায়। (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি ডট কম)
দেখুন শিলাদিত্য বোসের সেই ভিডিয়ো...
Police sources: Wing Commander Shiladitya Bose also assaulted the biker. Though he claims he didn’t retaliate despite being physically stronger, CCTV tells a different story. He even played 'Kannada victim' card a trend in Bengaluru but the truth is quite opposite. @DRDO_India pic.twitter.com/7DxBf7I9Pb
— Sagay Raj P || ಸಗಾಯ್ ರಾಜ್ ಪಿ (@sagayrajp) April 21, 2025
এদিকে সম্প্রতি শিলাদিত্য বোস যে ভিডিয়ো পোস্ট করেন, সেখানে দেখা যায়, তাঁর নাক, মুখ থেকে যখন রক্ত ঝরতে শুরু করেছে। সেই সময় তিনি অভিযোগ করেন, তাঁকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে মারধর করা হয়েছে। তাঁকে অপমান করে, চাবি দিয়ে কপাল খুঁচিয়ে দেওয়া হয়েছে। এমনকী, তাঁর মাথায় ঘুঁষি মারা হয়েছে বলে অভিযোগ করেন শিলাদিত্য।
পাশাপাশি বর্তমানে বেঙ্গালুরুর কন্নড় মানুষের কী অবস্থা, তা নিয়েও তোপ দাগতে দেখা যায় বায়ুসেনার উইং কমান্ডার শিলাদিত্যকে। বায়ুসেনা অফিসারের ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হলে, এবার পালটা ভিডিয়ো ভাইরাল হয়।
দেখুন শিলাদিত্য বোস কী দাবি করেন...
View this post on Instagram
যেখানে দেখা যায়, বেঙ্গালুরুর রাস্তায় এক যুবককে মারধর করছেন। বেঙ্গালুরুর রাস্তায় এক ডেলিভারি বয়কে নির্মমভাবে মারধর করার জেরেই বাঙালি বায়ুসেনা অফিসারকে পালটা হুমকি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।