Photo Credits: TW

প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আগেই,  এবার চন্দ্রযান-৪ অভিযানে সায় দিল কেন্দ্র সরকারের মন্ত্রীসভা। মোদী সরকারের জমানায় চন্দ্রযান-৩ সাফল্যের মুকুটে নয়া পালক যোগ করেছে। এবার চন্দ্রযান-৪ এর অভিযানের পালা।  এই অভিযানে চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করা হবে। শুধু তাই নয় চাঁদের মাটিতে অবতরণ, নমুনা সংগ্রহ করে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনাও গৃহীত হয়েছে নতুন চন্দ্রযান-৪ মিশনে(Chandrayaan-4 Mission)। চন্দ্রযান-৪ অভিয়ানের বাজেট রাখা হয়েছে ২১০৪.০৬ কোটি টাকা। মহাকাশ অভিযানে যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভারতের, সেই লক্ষ্যে পৌঁছতে চন্দ্রযান-৪ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীদের।

 কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রীসভার সামনে তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন চন্দ্রযান ৩ ভারতের জন্য একটি বড় সাফল্য ছিল, তাই তার উপর ভিত্তি করে দেশের মহাকাশ অভিযানের পরবর্তী পদক্ষেপ ছিল চাঁদে মনুষ্যবাহী মিশন নিয়ে যাওয়া। এর জন্য সকল প্রস্তুতিমূলক পদক্ষেপ আজ কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে। দেখুন সেই বক্তব্যের এক ঝলক-