টোকিও, ১৭ জুলাই: ২০০৪ এথেন্স, ২০০৮ বেজিং, ২০১২ লন্ডন। টানা তিনটে অলিম্পিকে শ্যুটিংয়ে ভারত মোট চারটি পদক জেতে। ২০০৪ এথেন্স অলিম্পিকে ডবল ট্র্যাপ শ্যুটিংয়ে রুপো জেতেন রাজ্যবর্ধন সিং রাঠোর। ২০০৮ বেজিং অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে দেশের প্রথম সোনা জেতেন অভিনব বিন্দ্রা। ২০১২ লন্ডন অলিমপিকে শ্যুটিংয়ে এসেছিল জোড়া পদক- পুরুষদের ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তলে রুপো জেতেন বিজয় কুমার ও ১০ মিটার এয়ার রাইফেলে গগণ নারাং জেতেন ব্রোঞ্জ।

২০১৬ রিও অলিম্পিকে পুরুষ ও মহিলা মিলিয়ে দেশের সেরা ১২জন শ্যুটারকে পাঠিয়েও অবশ্য ভারত শ্যুটিংয়ে কোনও পদক জেতেনি। তবে অলিম্পিকে হকি বাদ দিলে ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে শ্যুটিংয়েই। এবার টোকিও অলিম্পিকে ভারতীয় শ্যুটারদের নিয়ে অনেক আশা আছে। রিওয়ের ব্যর্থতা ঝেরে সৌরভ চৌধুরী, সঞ্জীব রাজপুত, মানু বাখের, অপূর্বি চান্ডিলা-রা দেশকে পদক এনে দিতে আত্মবিশ্বাসী। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিককালে শ্যুটিংয়ে এটাই ভারতের সেরা দল। রিওতে শ্যুটিংয়ে ভারত ১৫জন শ্যুটারকে পাঠিয়েছে। তাদের মধ্যে ৯জন শ্যুটারের কাছে পদকের প্রত্যাশা করা হচ্ছে।

こんにちは @Tokyo2020 🇯🇵

আসুন দেখে নেওয়া যাক টোকিওতে শ্য়ুটিংয়ে ভারতের সেরা বাজি--

সৌরভ চৌধুরী (১০ মিটার এয়ার পিস্তল), অভিষেক বর্মা (১০ মিটার এয়ার পিস্তল), সঞ্জীব রাজপুত (১০ মিটার এয়ার রাইফেল), দীপক কুমার (১০ মিটার এয়ার রাইফেল), মানু ভাকর (মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল, ২৫ মিটার এয়ার পিস্তল), রাহি সার্নোবাত (২৫ মিটার পিস্তল), অপূর্বি চান্ডিলা (১০ মিটার এয়ার পিস্তল),তেজস্বিনী সাওয়ান্ত (৫০ মিটার রাইফ থ্রি পজিশন), সৌরভ চৌধুরী-মানু বাখের (১০ মিটার মিক্সড পিস্তল দল)।