পাকিস্তান ক্রিকেটে কখনও রোদ, কখনও মেঘের উদাহরণ অনেক আছে। জেতা ম্যাচ হারতে কীভাবে হয়, তা মাঝেমাঝেই দেখায় পাকিস্তান। আবার যখন সবাই আশা ছেড়ে দেয় তখন অবিশ্বাস্যভাবে ইমরান খানের দেশ ম্যাচ জিতে চমকে দেয় তেমন উদাহরণও আছে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তেমনটাই করল পাকিস্তান।
প্রথম ইনিংসে খারাপ, দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং পাকিস্তানের
বাভুমাদের বিরুদ্ধে ৬১৫ রানের পাহাড় প্রমাণ চাপ নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১৯৪ রানে অল আউট হয়ে যায়। এরপর ফলো অন হজম করে কিছুক্ষণ পরেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের স্কোর দিনের শেষে ১ উইকেটে ২১৩ রান। ওপেন করতে নেমে বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ ২১০ রানের পার্টনারশিপ করলেন।
এশিয়ার প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে প্রথমবার ২০০ রানের পার্টনারশিপ করলেন কোনও দুই ব্যাটার।
শান মাসুদ-বারব আজমের রেকর্ড পার্টনারশিপ
.@babarazam258 and @shani_official become the first Asian opening pair to have a 200-plus partnership in South Africa 🤝
Babar is dismissed after a solid 81 🏏#SAvPAK pic.twitter.com/50Em4u6xri
— Pakistan Cricket (@TheRealPCB) January 5, 2025
তৃতীয় দিনের খেলার একেবারে শেষের দিকে ব্যক্তিগত ৮১ রানে আউট হন বাবর আজম। সেঞ্চুরি করে অপরাজিত আছেন শান মাসুদ। প্রথম ইনিংসে ৫৪ ওভারে অল আউট হওয়ার পরই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬ ওভার পর্যন্ত কোনও উইকেট হারল না। কয়েক ঘণ্টার ব্যবধানেই পাকিস্তানের ব্যাটিং ঘন কালো মেঘ, আবার মন ভাল করা রোদ উঠল। পাকিস্তান এখনও ২০৮ রানে পিছিয়ে, হাতে ৯ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড
Skipper @shani_official's unbeaten century drives Pakistan's defiance in the second innings 🏏#SAvPAK pic.twitter.com/SwlbZbz4JG
— Pakistan Cricket (@TheRealPCB) January 5, 2025
দক্ষিণ আফ্রিকার ৬১৫ রান
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬১৫ রানের বড় ইনিংসের পিছনে প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটানের অবিশ্বাস্য ২৫৯ রানের ইনিংস বড় ভূমিকা নেয়। এ ছাড়াও সেঞ্চুরি করেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা (১০৬), উইকেটকিপার-ব্যাটার কেইল ভেররেনে (১০০)। শেষের দিকে ৬২ রানের দারুণ ইনিংস খেলেন মার্কো জেনসেন। পাকিস্তানের চারজন বোলার ১০০ রানের বেশী রান দেন। মহম্মদ আব্বাস ৯৪ রান দিয়ে ও সলমন আঘা ১৪৮ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। পাকিস্তানের প্রথম ইনিংসে বাবর আজাম (৫৮) ও মহম্মদ রিজওয়ান (৪৬) ছাড়া আর কেউ রান পাননি। কিগাসো রাবাদা ৩টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বাবর আজমকে আউট করেন জেনসেন। সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
কেপটাউন টেস্টে তৃতীয় দিনের শেষে খেলার স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৬১৫
পাকিস্তান: ১৯৪ (ফলো অন) ও ১ উইকেটে ২১৩
পাকিস্তান এখনও ২০৮ রানে পিছিয়ে, হাতে ৯ উইকেট।