Rangpur Riders vs Dhaka Capitals, BPL 2025: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ (BPL 2025)-এর ১১ নম্বর ম্যাচে রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে। ৭ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। ৪ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স।বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ১৮৬ রান সংগ্রাহক সাইফ হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি খুশদিল শাহ। আগের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল রংপুর রাইডার্স। অন্যদিকে, ৩ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক থিসারা পেরেরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আলাউদ্দিন বাবু। আগের ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস। BBL 2024-25 Live Streaming: পার্থ স্কর্চার্স বনাম মেলবোর্ন রেনেগেডস, বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস
Dutch-Bangla Bank BPL T20 2025
Match 11: Rangpur Riders vs Dhaka Capitals
07 January, 2025 | Time: 1:30 PM | Sylhet#BPL | #BCB | #Cricket | #BPLT20 | #BPL2025 | #Bangladesh pic.twitter.com/s5qKOkmhNC
— Bangladesh Cricket (@BCBtigers) January 7, 2025
ঢাকা ক্যাপিটালস স্কোয়াডঃ তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), স্টিফেন এসকিনাজি, শাহাদাত হোসেন দীপু, শুভম রঞ্জন, থিসারা পেরেরা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, চতুরঙ্গ ডি সিলভা, নজমুল ইসলাম, আবু জায়েদ, মুস্তাফিজ রহমান, আমির হামজা, জনসন চার্লস, সাব্বির রহমান, আসিফ হাসান, মেহেদী হাসান রানা, মুকিদুল ইসলাম, জহুর খান, শাহনওয়াজ দাহানি, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, ফারমানুল্লাহ সাফি।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, নুরুল হাসান (অধিনায়ক), খুশদিল শাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ, তৌফিক খান, কামরুল ইসলাম, কার্টিস ক্যাম্পার, রেজাউর রহমান রাজা, ইরফান সুক্কুর, সৌরভ নেত্রবালকর, স্টিভেন টেলর, সৌম্য সরকার।
রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
৭ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায় এবং বাংলাদেশের সময় ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ?
রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।