নাগপুর, ৭ জানুয়ারিঃ চিনের রহস্যময় ভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। কর্ণাটক, গুজরাট, কলকাতা, তামিলনাড়ুর পর এবার এইচএমপিভি-র হানা মহারাষ্ট্রের (Maharashtra)। নাগপুরে (Nagpur) এক শিশু এবং এক কিশোরের শরীরে মিলেছে হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV)। ভারতে শিশুদের মধ্যে বাড়ছে চিনের রহস্যময় ভাইরাসের সংক্রমণ, HMPV থেকে কীভাবে বাড়ির খুদে সদস্যকে রক্ষা করবেন?
হাসপাতাল সূত্রে খবর, গত ৩ জানুয়ারি জ্বর এবং কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে আসে ওই দুই রোগী। একজনের বয়স ৭ এবং একজনের বয়স ১৪। চিকিৎসকদের পর্যবেক্ষণে পরীক্ষার পর দুই রোগীর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস মেলে। চিকিৎসকেরা জানাচ্ছেন, করোনা ভাইরাসের মতই HMPV রোগীর শ্বাসযন্ত্রে আক্রমণ করে। তাই কোভিডের মতই জ্বর, কাশি, সর্দি এবং গলা ব্যথার মতো উপসর্গগুলির এই নয়া ভাইরাসের ক্ষেত্রেও দেখা যায়।
মহারাষ্ট্রে HMPV-তে আক্রান্ত দুই শিশু
রাজ্যে প্রথম দুই HMPV আক্রান্ত রোগীর হদিস মিলতেই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র প্রশাসন। কাশি, জ্বর বা তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন এমন রোগীদের সতর্ক থাকতে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকদের পরামর্শ নিতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি এই ভাইরাস ঘিরে জনমানসে যেন কোনরকম আতঙ্ক কিংবা ত্রাসের সঞ্চার না হয় সেই দিকের নজর রাখতে বলা হয়েছে। হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে পরামর্শ দিচ্ছে রাজ্য সরকার।
সোমবার, ৬ জানুয়ারি ভারতে প্রথম HMPV সংক্রমিত রোগীর খোঁজ পেলে। কর্ণাটকের বেঙ্গালুরুতে আট মাস বয়সী এক শিশু HMPV পজিটিভ হয়। বেলা গড়াতে রাজ্যের আরও এক শিশুর দেহে মেলে HMPV। এদিনেই গুজরাটের আহমেদাবাদের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি দুই মাস বয়সি এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়। তামিলনাড়ুতেও দুজনের দেহে মিলেছে হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV)। কলকাতার একটি শিশুও এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে খবর। চিকিৎসায় সেই শিশু সুস্থ হয়ে বাড়িও ফিরেছে।