হাসপাতালের পথে প্রশান্ত কিশোর (ছবিঃX)

নয়াদিল্লিঃ শারীরিক অবস্থার অবনতি। মঙ্গলে হাসপাতালে ভর্তি করতে হল প্রশান্ত কিশোরকে(Prashant Kishor)। জানা গিয়েছে, সোমবার রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আমরণ অনশনরত(Hunger Strike) নেতার। রাত বাড়তে পরিস্থিতি আরও খারাপ হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জন সুরাজ পার্টির নেতা পিকেকে।

হাসপাতালে প্রশান্ত কিশোর

প্রসঙ্গত, বিহার পাবলিক সার্ভিস কমিশনের (পিপিএসসি) পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে রবিবার রাতে পটনায় গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন তিনি। সোমবার ভোরে সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। সোমবার বেলা ১২ টায় টনা সিভিল কোর্টে পিকে-কে তোলা হয় পিকেকে। এরপর আদালতে জামিন পান তিনি। ২৫ হাজার টাকার বন্ডে তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে শর্ত দেওয়া হয় ভবিষ্যতে এই রকম প্রতিবাদে অংশ নিতে পারবেন না তিনি। কিন্তু পিকে এবং তাঁর আইনজীবী জামিনের বন্ডে সই করতে অস্বীকার করায় সোমবার বিকেলে তাঁকে পটনার জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু পরে বিনা শর্তে মুক্তি দেওয়া হয় ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির নেতার পিকেকে।

হাসপাতালে অনশনরত প্রশান্ত কিশোর