দিল্লি, ৭ জানুয়রি: HMPV ভাইরাসের আতঙ্ক ছড়াতে শুরু করেছে প্রায় গোটা ভারত (India) জুড়ে। কর্ণাটক (Karnataka), গুজরাট (Gujarat), পশ্চিমবঙ্গের (West Bengal) পর এবার মহারাষ্ট্রেও মিলল সংক্রমণ। মহারাষ্ট্রের নাগপুরে ২ জন HMPV ভাইরাসে আক্রান্ত বলে মঙ্গলবার সকালে খবর মেলে। ফলে চিনের এই ভাইরাসের জেরে হু হু করে গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। ফলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে HMPV ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না। এমনই জানানো হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এই ভাইরাসে যেমন কোনও প্যাথোজেনের অস্তিত্ব মেলেনি, তেমনি গোটা বিশ্ব জুড়ে সংক্রমণের আশঙ্কাও নেই বলে জানানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। ফলে মানুষ যাতে অযথা আতঙ্কিত না হন, সে বিষয়ে বার বার আবেদন জানানো হয়েছে।
তবে HMPV ভাইরাস যাতে ছড়াতে না পারে, তার জন্য দেশের বেশ কয়েকটি রাজ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা আসার পর ওড়িশার বেশ কিছু অঞ্চলে পরীক্ষা শুরু হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের তরফেও উচ্চ পর্যায়ের বৈঠক করা হচ্ছে। ভাইরাস-ঘটিত সংক্রমণ যাতে ছড়াতে না পারে, তার জন্যই উচ্চ পর্যায়ের বৈঠক বসছে যোগী রাজ্যে।
তামিলনাড়ুর সালেমে যে ২ জন সংক্রমিত, তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা তাঁদের নজরে রাখছেন বলে খবর। রাজস্থানেও এক শিশু আক্রান্ত বলে জানা যাচ্ছে। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রীও প্রত্যেককে সতর্ক করেন। কেউ যাতে আতঙ্কিত না হন এবং আতঙ্ক না ছড়ান, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।