HMPV Virus (Photo Credit: Pixabay)

অসমে (Assam) থাবা বসাল চিনের রহস্যময় হিউম্যান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus )। ডিব্রুগড়ে ১০ মাস বয়সি এক শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস (HMPV)। সংক্রমিত শিশু ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, এইচএমপিভি আক্রান্ত শিশুটির অবস্থা স্থিতিশীল।

অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সুপার ডাঃ ধ্রুবজ্যোতি ভূঁইয়া জানান, দিন চারেক আগে জ্বর, সর্দি, কাশির মত ঠাণ্ডার লক্ষণ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির নমুনা সংগ্রহ করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে (ICMR) পাঠানো হয়। গতকাল, শুক্রবার সেই রিপোর্ট হাসপাতালের হাতে আসে। রিপোর্টে দেখা যায়, শিশুটি HMPV-তে সংক্রমিত হয়েছে। তবে এটিকে সাধারণ ভাইরাস হিসাবেই চিহ্নিত করেছেন চিকিৎসক ধ্রুবজ্যোতি। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার বা চিন্তার কোন কারণ নেই।

ডিব্রুগড়ের ICMR রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টারের সিনিয়র বিজ্ঞানী চিকিৎসক বিশ্বজিৎ বোরকাকোটি বলেন, '২০১৪ সাল থেকে এখনও অবধি আমরা ডিব্রুগড় জেলায় ১১০টি HMPV কেস সনাক্ত করেছি। এই মরশুমে এটি প্রথম কেস। প্রতি বছরই এই ভাইরাসের সংক্রমণ ঘটে। এটা নতুন কিছু নয়'।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বার বার করে জানাচ্ছেন, হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV) মূলত শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। যে কোন বয়সের মানুষের মধ্যে এটি সংক্রমণ ঘটাতে সক্ষম। বিশেষ করে শীতের শেষের দিকে এবং বসন্তের শুরুতে এই ভাইরাস বেশি মাত্রায় সংক্রমণ ছড়ায়। তবে এই এইচএমপিভি নিয়ে ভয়ের কোন কারণ নেই। এই ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্যে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাই যথেষ্ট।