নয়াদিল্লিঃ স্বামী এবং ৬ সন্তানকে রেখে ভিখারির হাত ধরে পালিয়ে গেলেন ৩৬ বছরের এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) হারদোইয়ে(Hardoi)। স্ত্রীয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ এর একাধিক ধারায় মামলা দায়ের করেছেন স্বামী রাজু। জানা গিয়েছে, হারদোইয়ের হারপালপুরের বাসিন্দা রাজু। স্ত্রী রাজেশ্বরীর এবং ছয় সন্তানকে নিয়ে সুখেই সংসার করছিলেন রাজু। গত ৩ জানুয়ারি দুপুর ২ নাগাদ বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় রাজেশ্বরী। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। এরপরই খোঁজাখুঁজি শুরু করেন স্বামী রাজু। স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে সোজা পুলিশের দ্বারস্থ হন রাজু।
স্বামী সন্তানদের ছেড়ে পালিয়ে গেলেন মহিলা
প্রথমে নিখোঁজ ডায়ারি করা হয়। এরপর তদন্তে নেমে জানা যায়, জানুয়ারির ৪ তারিখ জানা যায় এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছে স্ত্রী। অভিযোগ, গরু বিক্রির টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন রাজেশ্বরী। ওই ব্যক্তির নাম নানহে পণ্ডিত। তাঁর সঙ্গেই পালিয়েছে স্ত্রী, এমনটাই অনুমান করছেন রাজু। ৪ তারিখের পর নানহে পণ্ডিতকেও এলাকায় দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর। তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
স্বামী ও ৬ সন্তানকে রেখে ভিখারির সঙ্গে পালিয়ে গেল মহিলা
UP Woman, 36, Elopes With Beggar, Leaves Behind Husband, Six Childrenhttps://t.co/AXlSR0cPLY pic.twitter.com/8H7yc8bFfW
— NDTV (@ndtv) January 7, 2025