
মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল (Nepal Earthquake)। তিব্বত-নেপাল সীমান্তে কম্পন অনুভূত হতেই সেই ঝটকা অনুভূত হয় ভারত, ভূটান, বাংলাদেশ এবং চিনেও। নেপালে যখন ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, সেই সময় শরীর চর্চা করছিলেন মণীষা কৈরালা। জিম থেকে সেই ছবি শেয়ার করলেন মণীষা (Manisha Koirala)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মণীষা কৈরালা সেই ছবি শেয়ার করতেই তা নিয়ে চিন্তা বাড়তে শুরু করে নায়িকার অনুরাগীদের। তবে মণীষা প্রত্যেককে আশ্বস্ত করে জানান, তিনি ঠিক আছেন।