Rohit Sharma (Photo Credit: Twitter@hridaysingh16)

সিডনি, ৩ জানুয়ারি: অধিনায়ক নিজেই বাদ! অসম্ভবটাই সম্ভব হল সিডনিতে। দেশের প্রথম অধিনায়ক হিসেবে প্রথন একাদশে জায়গা পেলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। খারাপ ফর্মের কারণে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্টে রোহিত নিজেকেই নিজে বাদ দিতে বাধ্য হলেন। সিডনিতে সিরিজের শেষ টেস্টে প্রথম একাদশে 'অধিনায়ক'-এর পরিবর্তে জায়গা পেলেন শুবমন গিল। মেলবোর্ন টেস্টে বাদ পড়েছিলেন গিল। চলতি সিরিজে পাঁচটা ইনিংসে মাত্র ৩১ রান করা রোহিতের জায়গায় সিডনিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন জশপ্রীত বুমরা। বুমরার নেতৃত্বেই চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পার্থে দুরন্ত জয় পেয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত দলে ফিরে নেতৃত্ব আসতেই ক্যাঙারুর দেশে ভরাডুবি হয় ভারতের। টানা তিনটে টেস্টে একেবারেই খারাপ খেলায় কোচ গৌতম গম্ভীর সিদ্ধান্ত নেন রোহিতকে 'বিশ্রাম'দেওয়া হবে।

রোহিতকে কে বাদ দিলেন

গম্ভীরের সিদ্ধান্তে শুরুত নারাজ থাকলেও পরে রোহিত মেনে নেন, তাঁর যা ফর্ম তাতে গিলকে না খেলানোটাও অন্যায় হবে। অধিনায়ক রোহিতের বাদ পড়া নিয়ে প্রথম দিনের খেলার শেষে আবেগ ঝরে পড় ধষভ পন্থের গলায়। পন্থ বললেন, রোহিতের বাদ পড়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। দীর্ঘদিনের অধিনায়ক রোহিতের আজ না খেলায় তিনি ও দলের বাকিরা যে আবেগপ্রবণ ছিলেন এবং অভাববোধ করেছেন সে কথা জানালেন পন্থ।

রোহিতকে নিয়ে পন্থ

এবার কি অবসর

এদিকে, রোহিতের বাদ পড়ার পর টেস্টে তাঁর অবসর জল্পনা তীব্র হয়েছে। এখন যা পরিস্থিতি তাতে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সম্ভাবনা বেশ কম। আর সিডনিতে টিম ইন্ডিয়া জিতলে, আর শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া ০-২ সিরিজ হেরে গেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লর্ডসে ফাইনালে খেলার সব কৃতিত্বই পাবেন বুমরা। ফাইনালে না উঠলে, জুনে টিম ইন্ডিয়ার কঠিন পাঁচ ম্যাচের ইংল্যান্ড সফর। এর মাঝে পাঁচ দিনের ক্রিকেটে আর ভাল কিছু করার সুযোগ নেই রোহিতরে। তাই সুনীল গাভাসকরের মত প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, রোহিত এবার টেস্ট থেকে অবসর নেবেন। নভোজত সিং সিধু অবশ্য সিডনিতে রোহিতকে বাদ দেওয়াকে ভুল সিদ্ধান্ত বলে জানিয়েছেন।