Jamshedpur beat Bengaluru FC (Photo Credit: X@IndSuperLeague)

গতকাল (৪ জানুয়ারী, ২০২৫)  জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি ও বেঙ্গালুরু এফসি। টানটান ম্যাচে একেবারে শেষ মুহুর্তের গোলে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে জামশেদপুর এফসি।

খেলার প্রথম অর্ধে  ১৯ মিনিটের মাথায় আলবার্তো নোগুয়েরার গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যায়। প্রথম অর্ধে আর কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।খেলার একদম শেষ দিকে প্রথমে ৮৪ মিনিটে সমতা ফেরান জর্ডান মার। এরপর খেলার ৯০ মিনিটে মহম্মদ উভাইসের গোলে ম্যাচ জিতে নেয় জামশেদপুর। এই জয়ের ফলে টানা চতুর্থ ম্যাচ জয় করলেন জর্ডানরা।

 

ইন্ডিয়ান সুপার লিগের অপর ম্যাচে  এফসি গোয়া গতকাল (৪ জানুয়ারী) সন্ধ্যায় ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে ওড়িশা এফসিকে ৪-২ গোলে হারিয়েছে। গোয়ার হয়ে ব্রিসন ফার্নান্দেস দুটি এবং উদন্ত সিং ও অমে রানাওয়াদে একটি করে গোল করেন। ওড়িশার হয়ে গোল করেন আহমেদ জাহহ ও জেরি মাউইহমিংথাঙ্গা।

আজ সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসি-র মুখোমুখি হবে পাঞ্জাব এফসি। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। পাঞ্জাব বর্তমানে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ তম স্থানে রয়েছে, যেখানে কেরালা ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১২ তম স্থানে রয়েছে।