Ravindra Jadeja. (Photo Credits: X)

ব্রিসবেন, ১৭ ডিসেম্বর: কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার দুরন্ত ইনিংসে গাব্বা টেস্ট নিশ্চিত হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে অনেকটাই স্বস্তি টিম ইন্ডিয়ার (Team India)। চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়া ১৯৩ রানে পিছিয়ে, হাতে এখনও এক উইকেট। শেষ দিনে একেবারের বড় ধস না নামলে ম্যাচ বাঁচিয়ে নেওয়ার কথা ভারতের। বুধবারও ব্রিসবেনে বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ ড্রয়ের সম্ভাবনা বাড়ছে। এই টেস্ট রোহিতরা শেষ পর্যন্ত ড্র করতে না পারলে,এদিন রাহুল (৮৪) আর জাদেজা (৭৭) যে স্মরণীয় ইনিংসটা খেললেন তা অসম্মান করা হবে।

ফলো অন রুখল বুমরা, আকাশদীপের ব্যাটে

আগামিকাল, বুধবার গাব্বা টেস্টের শেষ দিনে ভারতের শেষ উইকেটটা দ্রুত তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে অজিদের। দশ নম্বরে নেমে আকাশদীপের দুরন্ত লড়াকু ইনিংসে ফলো অন রুখে দেন রোহিত শর্মা-রা। ১১ নম্বরে নেমে আকাশদীপ ২৭ রানে অপরাজিত থাকলেন। বাংলার তারকা পেসার এদিন গাব্বায় একটি ওভার বাউন্ডারি ও দুটি বাউন্ডারি হাঁকান। যেখানে গাব

চতুর্থ দিনের শেষে স্কোরবোর্ড

 

জাদেজা যখন আউট হন তখন ভারতের স্কোর ছিল ৯ উইকেটে ২১৩। ফলো অন রুখতে তখনও দরকার ছিল ৩২ রান। আকাশদীপ ও বুমরা সেখান থেকে অবিচ্ছদ্য ৩৯ রানের পার্টনারশিপ করে দলকে স্বস্তি দিয়েছেন। ম্যাচের এই পরিস্থিতি ফলো অন রুখে দেওয়াটা ড্রয়ের দিকে অনেকটা ঠেলে দেওয়াটা সেটা তো জানা কথা।

এবার কী হতে পারে?

এবার শেষ দিনে পুরো খেলা হলে অজিরা ১৫-২০ ওভার খেলে আরও ৮০-১০০ রানের লিড নিয়ে ডিক্লেয়ার দিয়ে টিম ইন্ডিয়াকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে পাঠাবে। সেক্ষেত্রে পঞ্চম দিনের কঠিন পিচে রোহিতদের খেলতে হবে অন্তত ৭০ ওভার। যেখানে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার নবম উইকেটের পতন হয় ৬৬ ওভারে। তাই ম্যাচ যে নিশ্চিতভাবেই ড্র হচ্ছে তেমনটা একেবারেই নয়। কিন্তু ব্রিসবেনদের কৃপা থাকছে রোহিতদের ওপর। চার দিনে বারবার বৃষ্টিতে বিঘ্ন হওয়া গাব্বা টেস্টে খেলা হয়েছে মাত্র ১৯২ ওভার, আর নষ্ট হয়েছে ১৬৮ ওভার। মানে প্রায় দুটো দিন গাব্বায় খেলা হয়নি।