সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে (World Chess Championship 2024) খেতাব জিতে নজির গড়েছেন চেন্নাইয়ের ১৮ বছরের দাবাড়ু ডি গুকেশ (Gukesh D)। সবচেয়ে কম বয়েসে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে দেশের নাম উজ্জ্বল করেছেন গুকেশ। কিন্তু তা হলে হবে কী, আয়কর কাউকে ছাড়ে না। বিশ্ব দাবায় খেতাব পেয়ে গুকেশ মোট ১১ কোটি ৩৭ লক্ষ টাকা পুরস্কার মূল্য হিসেবে জিতেছেন। এবার সেই পুরস্কার মূল্যের ওপর কর দিতে হচ্ছে চেন্নাইয়ের বিশ্বজয়ী দাবাডু়কে। ভারত সরকারের অর্থ মন্ত্রকের নিয়ম মেনে গুকেশকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতা অর্থের পুরস্কার মূল্যের ৪ কোটি ৬৭ লক্ষ টাকার আয়কর দিতে হচ্ছে।
গুকেশের পুরস্কার মূল্যের প্রায় ৪০ শতাংশই আয়করের পিছনে চলে যাচ্ছে। দেশের নাম যতই উজ্জ্বল করো, আয়করে ছাড় নেই। এদিকে, বিশ্বজয়ী হওয়ার সুবাদে গুকেশকে ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার দিল তামিলনাড়ু সরকার।
দেখুন খবরটি
#DGukesh's success brings a hefty tax burden—Rs 4.67 crore—surpassing Chennai Super Kings (CSK) veteran #MSDhoni’s entire IPL salary for the upcoming season.
Know more 🔗 https://t.co/8FfJq3kVue pic.twitter.com/Gx6oGOcLHE
— The Times Of India (@timesofindia) December 16, 2024
গুকেশের আয়করের পরিমাণ ঠিক কতটা তার একটা সোজা হিসেব হলো, আগামী বছর আইপিএলে খেলে মহেন্দ্র সিং ধোনি ৪ কোটি টাকা পাবেন।