ব্রিসবেন, ১৬ ডিসেম্বর: গাব্বা টেস্টের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা সামনে চলে এসেছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ রানে অল আউট হওয়ার পর, জবাবে ব্যাটি করতে নেমে ১৭ ওভার মাত্র ব্যাটিং করেই ৪টি উইকেট পড়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। দলের ৫১ রানের মধ্যে আউট হয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল (৪), শুবমন গিল (১), বিরাট কোহলি (৩) ও ঋষভ পন্থ (৯)। মিচেল স্টার্কের বলে আউট হন যশস্বী ও গিল। বিরাট কোহলিকে ফেরান জোস হ্যাজলউউ। আর গাব্বার হিরো হিসেবে পরিচিত পন্থ আউট হন অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে। দলের বিপর্যয়ের মাঝে লড়ছেন শুধু ওপেনার কেএল রাহুল (৩৩)। পন্থ আউট হওয়ার ক্রিজে নেমে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়েন রোহিত শর্মা (০)। আগামী দু দিন এখান থেকে রোহিত শর্মার দলকে বাঁচাতে পারে শুধু বৃষ্টি। অজি শিবিরের আশা আগামী দু দিনে ৬০-৭০ ওভার খেলা হলেও তারা সিরিজে ২-১ এগিয়ে যেতে পারে।
আর গাব্বায় ভারতীয় ব্যাটারদের হতশ্রী ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরকর। বিরাটদের ব্যর্থতার পিছনে ব্যাটিংয়ে টেকনিক্যাল ত্রুটিকেই দাবি করলেন মঞ্জেরকর। ব্যাটিং কোচের ভূমিকারও সমালোচনা করলেন তিনি। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দুই সহকারী কোচ হিসেবে আছেন অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে।
দেখুন এদিন হ্যাজেলউডের বলে কীভাবে আউট হলেন কোহলি
Josh Hazlewood gets Virat Kohli!
The Australians are up and about on Day Three. #AUSvIND pic.twitter.com/sq6oYZmZAz
— cricket.com.au (@cricketcomau) December 16, 2024
স্টার্কদের সামনে জয়সওয়াল, গিল-রা যেভাবে আউট হন, তাতে সবুজ পিচে ভাল পেস বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটারদের টেকনিক নিয়ে বড় প্রশ্ন উঠছে। পার্থে দ্বিতীয় ইনিংস বাদ দিলে, চলতি অজি সফরে ভারতীয় ব্যাটারদের একেবারে অসহায় দেখিয়েছে।
দেখুন গাব্বায় বিরাটদের ব্যর্থতা নিয়ে এক্সে কী লিখলেন মঞ্জেরেকর
I guess the time has come to scrutinise the role of a batting coach in the Indian team. . @BCCI
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) December 16, 2024
গাব্বায় টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে ভরাডুবি নিয়ে এক্স প্ল্যাটফর্মে মঞ্জেরকর লিখলেন, " আমার মনে হয় টিম ইন্ডিয়ার ব্য়াটিং কোচের ভূমিকা ও কাজ খতিয়ে দেখার সময় এসে গিয়েছে। কেন কিছু ভারতীয় ব্যাটারদের ব্যাটিংয়ে বড় টেকনিক্যাল সমস্যা দীর্ঘদিন ধরে থেকে গিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।"