রবিবার বেঙ্গালুরুতে সকল ক্রীড়াপ্রেমীর চোখ ছিল মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL 2025 Auctions) নিলামে। সেখানেই বিদেশী ক্রিকেটারের পাশাপাশি নজর কাড়লেন মুম্বইয়ের ক্রিকেটার সিমরন শেখ। আজ বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়ায় অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ১.৯ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে গুজরাত জায়ান্টস। সিমরন ছাড়াও আরও এক ক্রিকেটারকে তুলে নিয়েছে গুজরাট। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্দ্রাকে গুজরাট জায়ান্টস ১.৭ কোটি টাকাতে কিনে নেয়।সিমরন এবং ডটিন ছাড়াও গুজরাত ৩০ লাখ টাকায় কিনেছে ড্যানিয়েলে গিবসনকে এবং প্রকাশিকা নায়েককেও তুলে নিয়েছে নিলামে।
অন্যদিকে হার্ড-হিটিং উইকেটরক্ষক-ব্যাটার ১৬ বছর বয়সী কমলিনীকে কেনার জন্য, মুম্বই ইন্ডিয়ান্স ১.৬ কোটি টাকা খরচ করেছে। উত্তরাখণ্ডের অলরাউন্ডার প্রেমাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১.২ কোটি টাকাতে দলে নিয়েছে।গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু প্রেমা রাওয়াতকে ছাড়াও কে কিনেছে।
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ককে ৩০ লাখ টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। ইউপি ওয়ারিয়র্স অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার আলানা কিংকে এবং ভারতের অলরাউন্ডার অক্ষিতা মহেশ্বরীকে ২০ লাখ টাকায় বেছে নিয়েছে।
তবে ভারতের হয়ে খেলা স্নেহ রানা অবিক্রিত থেকে গিয়েছেন।