Jasprit Bumrah. (Photo Credits: X)

পারথ, ১৭ নভেম্বর: খেলার আশা প্রায় ছিলই না। এবার সরকারী ঘোষণাও হয়ে গেল। আগামী ২২ নভেম্বর, শুক্রবার থেকে পারথে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেওয়ায় পরিবারের সঙ্গে থাকতে চেয়ে ছুটি চেয়েছেন রোহিত। রোহিতের পরিবর্তে পারথ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরা। ক্যাপ্টেন রোহিতের ডেপুটি হিসেবে বুমরাকে রেখে অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচন করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর পরিষ্কার জানিয়েছিলেন, পারথে রোহিত খেলতে না পারলে সহ অধিনায়ক হিসেবে থাকা বুমারই দলকে নেতৃত্ব দেবেন।

২০২২ সালের জুলাইয়ে রোহিত শর্মা কোভিডে আক্রান্ত হয়ে খেলতে না পারায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট এজবাস্টনে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা। অধিনায়ক বুমরা প্রথমবার দেশকে নেতৃত্ব দিয়ে হারের মুখ দেখেছিলেন। বুমরার নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। কপিল দেবের পর দেশের প্রথম পেস বোলার হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা। আরও পড়ুন-পারথ টেস্টের আগে স্বস্তি, চোট কাটিয়ে নেটে ফিরলেন কেএল রাহুল

আাগমী ৫ ডিসেম্বর থেকে অ্য়াডিলেডে শুরু হতে চলা টেস্টে দলে ফিরে দেকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এমন কথাও নিশ্চিত করছে বোর্ড। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগায় পারথে খেলতে পারবেন না তারকা ব্যাটার শুবমন গিল। রোহিতের পরিবর্ত কেএল রাহুল আর গিলের জায়গায় ধ্রুব জুরেল পারথ টেস্টে খেলতে পারেন।

পারথে তিন স্পেশালিস্ট পেসার, এক পেসার-অলরাউন্ডার ও একজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে পারথ টেস্টে নামতে পারেন বুমরা-রা। বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপের সঙ্গে পেসার-অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি-কে খেলানো হতে পারে। সেক্ষেত্রে ২১ বছরের সান রাইজার্স হায়দবারাদের তারকা পেসার নীতীশের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে। এক স্পেশালিস্ট স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে। জাদেজা, ওয়াশিমংটন সুন্দর সেক্ষেত্রে বাদ পড়তে পারেন। যশ্বসী জয়সওয়ালের সঙ্গে পারথে ওপেন করতে চলেছেন কেএল রাহুল। তিনে নামছেন বিরাট কোহলি। চার, পাঁচ ও ছয়ে যথাক্রমে সরফরাজ খান, ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল খেলবেন। ব্যাটিং কম্বিনেশন ঠিক হয়ে গেলেও পিচের চরিত্র দেখে খেলার আগের দিন জাদেজা, অশ্বিন নাকি ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ নাকি প্রসিধ কৃষ্ণা কাদের খেলানো হয়, সেটাই দেখার।

পারথে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ-

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর/রবীন্দ্র জাদেজা/রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ, আকাশদীপ/প্রসিধ কৃষ্ণা, নীতীশ রেড্ডি।