প্যারিস, ২৬ জুলাই: Paris Olympics 2024: আজ, শুক্রবার থেকে প্যারিসে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। ভারতের মোট ১১০ জন ক্রীড়াবিদ, ১৬টি খেলায় অংশ নেবেন। প্যারিস গেমসে টিম ইন্ডিয়ার 'শেফ দ্য মিশন' (Chef-de-Mission) হিসেবে থাকছেন ২০১২ অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী শ্য়ুটার গগণ নারাং। প্যারিস গেমসে শ্য়ুটিং, ব্যাডমিন্টন, বক্সিং, কুস্তি, হকি থেকে এবার বেশ কয়েকটি পদক আশা করছে ভারতীয় দল। জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ে সোনা জেতার পর, এবারও একই রকম কিছু করে দেখাবেন তা নিয়ে আত্মবিশ্বাসী সবাই। পাশাপাশি তিরন্দাজি, ভারত্তোলন, জুডোয় পদক জেতার আশা করছে ভারত।
২০২০ প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দল ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছিল। সেটাই ছিল পাঁচতারা খেলায় ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। ভারতীয় ক্রীড়াবিদদের টোকিও-র ঐতিহাসিক সাফল্যকেও ছাড়িয়ে যাবে প্যারিসের পারফরম্যান্স এমনটাই আশা করছে ১৫০ কোটির দেশ। আরও পড়ুন-আজ বোধন, ভারত থেকে বাংলাদেশ, পাকিস্তান, উদ্বোধনী অনুষ্ঠানে কোন দেশের পতাকা বইবেন কারা
এক নজরে দেখে নেওয়া যাক এবার প্যারিস গেমসে ভারতীয়দের কিছু আগ্রহের প্রশ্ন
ভারতের মোট কতজন ক্রীড়াবিদ এবার প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন
প্যারিসে শুরু হতে চলা গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিচ্ছেন ভারতের মোট ১১০ জন ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে দেশের ৬৫ জন পুরুষ ও ৪৫ জন মহিলা অ্যাথলিট।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহন কারা করবেন
ভারতের টেবিল টেনিস তারকা শরৎ কমল (টিটি) ও জোড়া অলিম্পিক পদক জয়ী শাটলার পিভি সিন্ধু এবার প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। এবার অলিম্পিকে গেমস 'শেফ দ্য মিশন' হচ্ছেন প্রাক্তন শ্যুটার গগন নারাং। ২০১২ লন্ডন অলিম্পিক শ্যুটিংয়ে পদক জিতেছিলেন তিনি।
মোট কতগুলো খেলায় অংশ নিচ্ছেন ভারতীয়রা
প্যারিস গেমসে ভারতীয়রা মোট ১৬টি খেলায় থাকছেন। যেখানে প্যারিসে মোট ৩২টি খেলা হবে। মানে ভারতীয়রা ৫০ শতাংশ খেলায় থাকছেন। শ্যুটিং, ব্যাডমিন্টন, কুস্তি-তে এবার ভারতীয় দল বেশ শক্তিশালী দল পাঠিয়েছে। তবে ফুটবল, রাগবি, জিমন্যাস্টিক, বাস্কেটবল, ভলিবল, বিচ ভলিবল, সাইকেলিং, ডাইভিং, ফেন্সিং, হ্যান্ডবল, সার্ফিং, ওয়াটার পোলো, ট্রাম্পোলাইন, তাইকোন্ডো, স্পোর্ট ক্লাইম্বিং, স্কেট বোর্ডিং-য়ের মত খেলায় নেই কোনও ভারতীয়
কোন কোন খেলায় পদকের সম্ভাবনা আছে?
প্যারিস গেমসে শ্য়ুটিং, ব্যাডমিন্টন, তিরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি, ভারত্তোলন, হকি থেকে এবার পদক আশা করছে ভারতীয় দল। টেনিস, টেবিল টেনিস, জুডো, রোয়িং, সেলিং, গল্ফ, ইকুস্ট্রিয়ানে-এ চমকপ্রদ কিছু হতে পারে বলে আশায় ভারতীয়রা। সাঁতারে ভারতীয়রা থাকলেও সেখানে পদক জেতার আশা নেই।
কতগুলো পদক জিততে পারে ভারত?
বিশেষজ্ঞমহলের ধারনা এবার প্যারিস গেমস থেকে ৭-১০টি পদক জিততে পারে ভারত। তবে এক ডজন পদকের আশা করছে ভারতীয় ক্রীড়ামহল। শ্যুটিং, কুস্তি , ব্যাডমিন্টনে এবার একাধিক পদক আসতে পারে। জ্যাভলিনে নীরজ চোপড়ার পাশাপাশি অ্যাথলেটিক্স থেকেও আরও অন্তত একটি পদক আসার সম্ভাবানা রয়েছ। তিরন্দাজিতে এবার পদকের খরা কাটার সম্ভাবনা রয়েছে। গতবারের মত হকি ও বক্সিংয়েও পদক আসতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন খেলায় কতজন করে ভারতীয় ক্রীড়াবিদ থাকছেন
অ্যাথলেটিক্সে এবার ভারত মোট ২৭ জন অ্যাথলিট থাকছেন। শ্যুটিংয়ে সবচেয়ে বেশী ভারতীয় অলিম্পিকে খেলার যোগ্যতা পেয়েছেন। মোট ২১ জন ভারতীয় প্যারিস অলিম্পিকের শ্য়ুটিংয়ে পদক জয়ের লক্ষ্যভেদ করতে নামছেন। ব্যাডমিন্টন কোর্টে থাকছেন ৭জন ভারতীয়। বক্সিং রিংয়ে থাকছেন মোট ৬ জন ভারতীয়। তাদের মধ্যে চারজন মহিলা বক্সার। টেবিল টেনিস ৬ জন ও টেনিসে ৩ জন ভারতীয় খেলবেন। কুস্তিতে ৬ জন ভারতীর মধ্যে পাঁচজনই মহিলা। গল্ফ কোর্সে থাকছেন চাজন ভারতীয় গল্ফার। ভারত্তোলনে ভারতের একমাত্র বাজি গতবারের পদকজয়ী সাইখম মীরাবাঈ চানু। তিরন্দাজিতে পদক জয়ের লক্ষ্যে নামছেন ৬ জন ভারতীয়। ভারত্তোলন, জুডো, রোয়িং, ইকুয়েস্ট্রিয়নে একজন করে ভারতীয় অংশ নিচ্ছেন। সাঁতার ও সেলিংয়ের মত জলের খেলায় দু জন করে ভারতীয় নামবেন।
পদক জয়ের ব্যাপারে সেরা বাজি-
নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো), নিখাত জারিন (মহিলা বক্সিংয়ের ৫০ কেজি), সাত্যকিসাইরাজ রানকেরেড্ডি-চিরাগ শেঠি (পুরুষদের ডবলস ব্যাডমিন্টন), পিভি সিন্ধু (মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলস), অন্তিম পঙ্গল (কুস্তি, মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল), আমন শেহরওয়াত (পুরুষদের ৫৭ কেজি ফ্রি-স্টাইল), মানু ভাকের (মহিলাদের শ্যুটিং/২৫ ও ১০ মিটার এয়ার পিস্তল), ভারতীয় পুরুষ হকি দল, পুরুষদের তিরন্দাজি রিকার্ভ দল (তরুণদীপ রাই, ধীরাজ বোম্মাদেভরা, প্রবীণ যাদব) ।
টোকিও অলিম্পিকে কেমন পারফরম্যান্স ছিল ভারতের
সর্বকালীন সেরা পারফরম্যান্স করেছিলেন ভারতীয়রা। টোকিও গেমসে ভারত মোট ৭টি পদক জিতেছিল। জ্যাভলিন থ্রোয়ে ঐতিহাসিক সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ভারত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন সাইখম মীরাবাঈ চানু। কুস্তিতে (পুরুষদের ফ্রি-স্টাইলের ৫৭ কেজি) রুপো জেতেন রবী দাহিয়া। পিভি সিন্ধু (মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলস), ভারতীয় পুরুষ হকি দল, লভলিনা বোরগোহাইন (মহিলাদের বক্সিংয়ে ওয়েল্টারওয়েট বিভাগে) ও বজরং পুনিয়া ( পুরুষদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে) ব্রোঞ্জ জেতেন।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখতে পাবেন এবারের অলিম্পিক
ভারতে অলিম্পিক দেখানোর টিভি সত্ত্ব কিনেছে রিলায়েন্স। রিলায়েন্সের স্পোর্টস চ্যানেল- স্পোর্টস ১৮ নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে বিভিন্ন বিভাগের খেলা।
ইন্টারনেটের মাধ্যমে কোথায় সরাসরি দেখতে পাবেন
জিও সিনেমা অ্যাপের মাধ্যমে বিনামূল্যে মোবাইল, কম্পিউটার, ট্যাব, স্মার্ট টিভির মাধ্যমে সরাসরি দেখানো হবে অলিম্পিকের খেলা।