Sourav Ganguly (Photo Credit: ANI/Twitter)

দুবাই, ২০ সেপ্টেম্বর: আন্তর্জাতিক ক্রিকেটে আসছে একঝাঁক নতুন নিয়ম। ক্রিকেট বলে থুতু বা লালা-র ব্যবহার পাকাপাকি ভাবে নিষিদ্ধ হচ্ছে। করোনার কারণে যেটা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। বলে লালা-র ব্যবহার পাকাপাকি বন্দ হওয়ার পাশাপাশি ডেড বল, নতুন ব্যাটসম্যানদের ক্রিজে নামার সময়সীমা সহ একাধিক পরিবর্তন করা হচ্ছে। আগামী পয়লা অক্টোবর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে চালু হয়ে যাচ্ছে এইসব নিয়ম।

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ক্রিকেট কমিটির সুপারিশ মেনেই এই পরিবর্তন আন্তর্জাতিক ক্রিকেটে করছে আইসিসি। আরও পড়ুন-হোটেলের রুমের দরজায় ভয়ঙ্কর সাপ, ছবি তুলে শেয়ার করলেন অজি তারকা মিচেল জনসন

দেখে নেওয়া যাক কী কী নতুন নিয়ম আসছে আন্তর্জাতিক ক্রিকেটে

১) বলে কিছুতেই লালা বা থুতুর ব্যবহার করা যাবে না

২) ওয়ানডে ও টেস্টে দু মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যানকে মাঠে নেমে পড়ে খেলতে প্রস্তুত হয়ে যেতে হবে। টি-২০র ক্ষেত্রে সময়টা অবশ্য দেড় মিনিটই থাকছে।

৩) ক্যাচ আউট হলে কোনও ব্যাটসম্যান আউট হলে, নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে থাকবেন না নন স্ট্রাইকে সেটা আর ঠিক হবে না ক্রসিংয়ের পর। ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে স্ট্রাইকিং এন্ডেই থাকতে হবে। ওভারের শেষ বলে আউট হলে অবশ্য পরের ওভারে প্রথমে বলে নতুন ব্যাটারকে ক্রিজের অন্য প্রান্তেই থাকতে হবে।

দেখুন কী কী পরিবর্তন আসছে

ফিল্ডিং সাইড কোনও অসাধু বা নিয়ম বিরুদ্ধ কাজ করলে আম্পয়ার ব্যাটিং করা দলকে পাঁচ রান পেনাল্টি হিসেবে দেবেন। পুরুষ ও মহিলাদের ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলা হবে হাইব্রিড পিচে। তবে এটার জন্য দুটি দলকেই রাজি হতে হবে। এখন শুধুমাত্র মহিলাদের টি-২০ ক্রিকেটেই হাইব্রিড পিচে খেলা হয়। ২০২৩ ক্রিকটে বিশ্বকাপ সুপার লিগের পর আন্তর্জাতিক টি২০-তে চালু থাকা ওভার রেটে ধীরগতির হলে পেনাল্টি হিসেবে সার্কেলের ভিতর আরও এক ফিল্ডার রাখার নিয়ম ওয়ানডেতেও চালু হবে।