ইউরো ২০২০ ট্রফি (Photo Credits : Getty Images)

গত ১১ জুন, ২৪টা দল নিয়ে শুরু হয়েছিল ইউরো কাপ। গত বছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে না হওয়ায় এবার আয়োজিত হচ্ছে ইউরো। ইউরোপের মোট ১১টা শহরে ইতিহাস গড়ে হচ্ছে এবারের ইউরো। ২৪ দলের ইউরো এখন চারটে দলের হয়ে দাঁড়িয়েছে। একে একে বিদায় নিতে নিতে এখন খেতাবি লড়াই থেকে ছিটকে গিয়েছে ২০টি দেশ। এবার চারটি দলের মধ্যেই খেতাবি লড়াই। একমাত্র ইংল্যান্ড ছাড়া বাকি সেমিফাইনালে ওঠা তিনটে দেশই ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে।

১৯৯২ সালে ইউরো কাপ জেতে ডেনমার্ক। সেটাই ড্যানিশদের জেতা একমাত্র ইউরো কাপ। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ১৯৬৮ সালে প্রথম ইউরো জয়ের পর, আর কখনও ইউরোপ সেরা হয়নি। আরও পড়ুন: হ্যারি কেনের হাজার ওয়াটের ছটায় বিশ্বকাপের পর ইউরোর সেমিতেও ইংল্যান্ড, সামনে ডেনমার্ক

২০১০ সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আগের ইউরো ২০০৮ ও পরের ইউরো ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছিল স্পেন। এরপর তিনবার ইউরো কাপ জেতা স্পেন প্রথমবার ইউরো জেতে ১৯৬৪ সালে। নিজেদের দেশের মাটিতেই প্রথমবার ইউরো জিতেছিল স্পেন। ১৯৬৬ সালে নিজেদের দেশে বিশ্বকাপ জেতা ইংল্যান্ড ইউরোয় কখনও চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, কখনও ফাইনালেও ওঠেনি।

১১টি শহরে হওয়া এবারের ইউরোর সেমিফাইনাল, ফাইনাল হবে ইংল্যান্ডে। হ্যারি কেনদের সামনে তাই বড় সুযোগ। বিশেষজ্ঞরা এখান থেকে কাপ জয়ের ব্যাপারে ইতালিকেই এগিয়ে রাখছেন। ডার্ক হর্স হিসেবে ইংল্যান্ডের ওপরেই বাজি ধরছে অনেকে। তবে আবেগে সমর্থকদের বাজি গ্যারি এরিকসেনের ডেনমার্ক। আর বিশ্ব ফুটবলে ফের শক্তিধর হিসেবে ফিরে আসা স্পেনকে ফেভারিট ধরছেন বুকিরা। সব মিলিয়ে ওয়েম্বলির সেমিফাইনালের লড়াই জমজমাট।

দুই সেমিফাইনালের সূচি (Euro 2020 Semi-finals Schedule)

প্রথম সেমিফাইনাল

৭ জুলাই, রাত সাড়ে ১২টা

ইতালি বনাম স্পেন (ওয়েম্বলি স্টেডিয়াম, ইংল্যান্ড)

৮ জুলাই, রাত সাড়ে ১২টা

ইংল্যান্ড বনাম ডেনমার্ক (ওয়েম্বলি স্টেডিয়াম, ইংল্যান্ড)

(দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে সোনি টেন ওয়ান, টু- এইচডি ও এসডি-তে)