Martin Guptill (Photo Credit: ICC/ X)

Martin Guptill Retires: ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার মার্টিন গাপটিল। ১৪ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে (২০০৯-২০২২) গাপটিল ব্ল্যাকপাসের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩৬৭টি ম্যাচ খেলেছেন। যেখানে ২৩টি আন্তর্জাতিক সেঞ্চুরি সহ সাদা বলের ক্রিকেটে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি। ১২২ ম্যাচে ৩৫৩১ রান নিয়ে নিউজিল্যান্ডের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক হিসেবে অবসর নিয়েছেন গাপটিল। ওয়ানডেতে তার ৭,৩৪৬ রান সংগ্রহ করে রস টেলর ও স্টিফেন ফ্লেমিংয়ের পর নিউজিল্যান্ডের সর্বকালের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ২০০৯ সালে অবিস্মরণীয় অভিষেক হওয়া গাপটিল ইডেন পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম নিউজিল্যান্ডার হিসেবে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেন। ঐ বছরের শেষের দিকে, তিনি আইসিসির বিশ্ব ওডিআই একাদশে স্থান অর্জন করেন। Maheesh Theekshana ODI Hat-trick Video: সপ্তম শ্রীলঙ্কান বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক মাহিশা থিকশানার, দেখুন ভিডিও

অবসর নিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল

গাপটিলের কেরিয়ারের বেশ কয়েকটি আইকনিক পারফরম্যান্সে ভরা। তাঁর ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার রেকর্ড ব্রেকিং অপরাজিত ২৩৭ রান সবচেয়ে বেশী উল্লেখযোগ্য। বিশ্বকাপের ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এবং নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৯ ও ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলে ব্ল্যাকক্যাপসদের শীর্ষ চারের ওয়ানডে স্কোরের মধ্যে রয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে গাপটিল দুটি স্মরণীয় সেঞ্চুরি উপহার দিয়েছেন। ২০১২ সালে ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ১০১ রানের ঝড়ো ইনিংস এবং ২০১৮ সালে অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে ১০৫ রানের দর্শনীয় ইনিংস রয়েছে। সাদা বলের পারফরম্যান্সের জন্য বিখ্যাত হলেও গাপটিল টেস্টেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর ৪৭ ম্যাচে ২,৫৮৬ রান করেন তিনি। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে কেরিয়ার সেরা ১৮৯, ২০১১ সালে জিম্বাবয়ের বিপক্ষে ১০৯ ও ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৬ রান করেন তিনি।