অসুস্থ ব্যক্তি (ছবিঃANI)

নয়াদিল্লিঃ মাছের পিত্তথলি(Gallbladder ) খেয়ে বিপাকে ব্যক্তি। হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ইন্দোরে(Inore)। অসুস্থ ব্যক্তির নাম দুর্গা প্রসাদ। বয়স ৪২। ইন্দোরের বাসিন্দা তিনি। হাসপাতালের এক চিকিৎসক জানান, না জেনেই মাছের পিত্তথলি খেয়ে ফেলেন তিনি। এরপরই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসাতেও সেরে না ওঠায় হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। রোগীকে পরীক্ষা করে চিকিৎসকেরা দেখেন তাঁর কিডনি বিকল হতে বসেছে। এরপর শুরু হয় চিকিৎসা। রোজ চলে ডায়ালিসিস। পরে প্লাজমা স্থানান্তর করা হয় ওই রোগীর। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

মাছের পিত্তথলি খেয়ে অসুস্থ ব্যক্তি

ওই হাসপাতালের চিকিৎসক ডঃ জয় সিং আরোরা বলেন, "রোগী না জেনেই মাছের পিত্তথলই খেয়ে ফেলেন। যখন আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন তখন ওঁর অ্যান্টিবায়োটিক চলছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। রোজ ডায়ালিসিস এবং পরে প্লাজমা স্থানান্তর করে তাঁকে সুস্থ করা হয়েছে।" প্রসঙ্গত, মাছের পিত্তথলিতে টক্সিন থাকে যা খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

 মাছের পিত্তথলি খেয়ে হাসপাতালে ব্যক্তি, বিকলের পথে কিডনি