![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/29-199.jpg?width=380&height=214)
Bangladesh Champions Trophy Squad: আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার দিকে নজর রাখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, টুর্নামেন্টে তার দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আসলে টুর্নামেন্টের বিগত আসরগুলোতে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়াতে চাইছে শান্তরা। তবে ২০১৭ সালের আসরে সেমিফাইনালে ওঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েছিল দল। এবার দল টুর্নামেন্ট জিততে পারে বলে আত্মবিশ্বাসী রয়েছেন শান্ত। তবে আটটি দলই যে শক্তিশালী সেকথা স্বীকার করে নিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, 'আমি মনে করি এখানে থাকা আটটি দলই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। আটটি দলই কোয়ালিটি টিম। আমার বিশ্বাস আমাদের দলের সামর্থ্য আছে টুর্নামেন্ট জেতার। বাংলাদেশ অধিনায়ক পাকিস্তানে হাই স্কোরিং ম্যাচ নিয়ে তার প্রত্যাশার কথাও জানান। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে পিচগুলিতে ৩০০ এর বেশি রান হতে পারে। Afghanistan Champions Trophy Squad: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন আল্লাহ গাজানফার, একনজরে আফগানিস্তানের স্কোয়াড
সাকিবকে নিয়ে কি বলছেন শান্ত
আসন্ন টুর্নামেন্টে সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়েও কথা বলতে দেখা যায় শান্তকে। এই বিষয়ে তিনি বলেন, 'উত্তরটা সবাই আগে থেকেই জানে, অনেক খেলোয়াড়ই আগেও বলেছে। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। তিনি এখানে থাকলে দারুণ হতো। এই প্রশ্নের উত্তর বহুবার দেওয়া হয়েছে। আমার মনে হয় না টুর্নামেন্টের আগে এটা নিয়ে কথা বলাটা প্রাসঙ্গিক।' তাহলে দলে সাকিবের ভূমিকায় কে নেবেন? এই প্রশ্ন এক সাংবাদিক করলে শান্ত বলেন, 'যিনি দায়িত্ব পাবেন তাকেই সাকিবের ভূমিকা পালন করতে হবে।' লিটন দাস ও তামিম ইকবালের মতো আরও কয়েকজন বড় নাম বাংলাদেশ দলে নেই, তবে শান্ত জোর দিয়ে বলেছেন যে তিনি তার দল নিয়ে খুশি। তিনি বলেন, 'স্কোয়াডের ১৫ জন খেলোয়াড় নিয়ে আমি খুব খুশি ও আত্মবিশ্বাসী। যে কেউ খেলে সে একা হাতে ম্যাচ জেতার ক্ষমতা রাখে।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের রেকর্ড
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলেছে মাত্র তিনবার। এই টুর্নামেন্টে ১৯৯৮, ২০০২, ২০১৭ সালে অংশ নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে ১৯৯৮ ও ২০০২ সালের আসরে তারা নকআউট পর্ব পেরোতে ব্যর্থ হয়। তাঁদের সেরা চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল ২০১৭ সংস্করণে যেখানে তারা সেমিফাইনালিস্ট হয়। এবার তারা এই রেকর্ডটি আরও ভাল করতে চাইবে। সেই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন তামিম ইকবাল, তিনি চার ইনিংসে ২৯৩ রান করেন। এছাড়া মহম্মদ রফিক সবচেয়ে বেশি উইকেট নেন, যেখানে আট ইনিংসে ছয়টি উইকেট নেন তিনি।
বাংলাদেশের সূচিঃ আট দলের টুর্নামেন্টে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে এবং ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপ এ'র দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে 'এ' গ্রুপে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।