![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/2-977335263.jpg?width=380&height=214)
PAK vs SA 3rd ODI Highlights: সলমন আগা (Salman Agha) ও অধিনায়ক মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) দুর্দান্ত সেঞ্চুরিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই দুর্দান্ত জয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছেছে, যেখানে তারা ১৪ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ড দলের মুখোমুখি হবে। জয়ের জন্য পাকিস্তানকে ৩৫৩ রানের টার্গেট দেওয়া হয় এবং আয়োজক দল ১ ওভার বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ৩৫৫ রান তুলে নিয়ে জয় অর্জন করে। এটি পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সব চেয়ে বড় টার্গেট ছিল। পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ফখর জামান (৪১), বাবর আজম (২৩) ও সৌদ শাকিল (১৫) মোট ৯১ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর রিজওয়ান ও আগা এসে ইনিংসের হাল ধরেন এবং চতুর্থ উইকেটে ২৬০ রানের রেকর্ড জুটি গড়েন। SL vs AUS 1st ODI Scorecard: অধিনায়ক চারিথ আসালাঙ্কার সেঞ্চুরি! অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারাল শ্রীলঙ্কা
একনজরে রেকর্ড
RECORDS GALORE 🚨
Highest successful ODI run-chase for Pakistan ✅
Highest successful ODI run-chase for any team against South Africa ✅
Highest ODI total for Pakistan against South Africa ✅
Highest fourth-wicket partnership for Pakistan in ODIs ✅
Highest partnership for any… pic.twitter.com/viNFZYUfmx
— Pakistan Cricket (@TheRealPCB) February 12, 2025
গতরাতে আগা ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৩ বলে ১৩৪ রান করেন, যার জন্য তাকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এদিকে ১২৮ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১২২ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার হয়ে ভিয়ান মুল্ডার ২টি এবং লুঙ্গি এনগিডি ও করবিন বোশ ১টি করে উইকেট নেন। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান স্কোর করে দক্ষিণ আফ্রিকা। যেখানে হেনরিখ ক্লাসেন ৫৬ বলে ৮৭ রান, ম্যাথু ব্রিটজকে ৮৪ বলে ৮৩ রান এবং অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে ৮২ রান করেন।