Anshul Kamboj. (Photo Credits: X)

একেবারে দশে দশ। দেশের খেলার রাজধানী হরিয়ানার রোহতাকের মাটিতে ইতিহাস। রঞ্জি ট্রফিতে কেরলের প্রথম ইনিংসের সব কটা উইকেট তুলে নিয়ে 'পারফেক্ট টেন'-এর নজির গড়লেন হরিয়ানার পেসার আনশুল কাম্বোজ (Anshul Kamboj)। ২৩ বছরের কার্নেলের ছেলে ডান হাতি পেসার কাম্বোজের প্রথম ইনিংসের বোলিং হিসেব দাঁড়াল ৩০.১ ওভার বল করে ৪৯ রান দিয়ে ১০টি উইকেট। তার মধ্যে ৯টি ওভার মেডেন।

রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির গড়লেন কাম্বোজ। পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে 'পারফেক্ট টেন'-এর রেকর্ড গড়লেন কার্নেলের পেসার। প্রসঙ্গত, রঞ্জি ট্রফিতে এক ইনিংসে প্রথমবার দশ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন বাংলার প্রেমাংশ চ্যাটার্জি (১৯৫৬ সালে অসমের বিরুদ্ধে, ১০/২০)। সেই নজিরের ২৯ বছর পর রাজস্থানের প্রদীপ সুন্দেরাম (১০/৭৮, বিদর্ভের বিরুদ্ধে, ১৯৮৫ সাল) ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন। ৩৯ বছর পর রঞ্জিতে তৃতীয় বোলার হিসেবে ইনিংসের সব কটা উইকেটেই তুলে নিলেন হরিয়ানার আনশুল কাম্বোজ (১০/৪৯, কেরলের বিরুদ্ধে, রোহতাকে)।

এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির

বাবা অপরাজিতকে ইনিংসের প্রথম ওভারে আউট করে দশ উইকেটের চিরস্মরণীয় স্পেলের শুরুটা করেছিলেন কাম্বোজ। এরপর সচিন বেবি থেকে জলজ সাক্সেনা, অক্ষয় চন্দ্রনদের আউট করেন কাম্বোজ। কাম্বোজের পারফেক্ট ১০-এর ৪টি-ই বোল্ড হয় বোল্ড আউট।

ইনিংসে দশ উইকেট তুলে নিয়ে নজির হরিয়ানায় কাম্বোজের

সব শেষে আউট করেন শোন রজার-কে। অনিল কুম্বলের কোটলা টেস্টে ইনিংসে দশ উইকেট নেওয়ার নজিরের পরের বছর জন্ম নেওয়া কাম্বোজ বললেন, যখন ইনিংসের অষ্টম উইকেটটা নিলাম, তখন মনে হচ্ছিল দশ উইকেট পেতে পারি। কিন্তু রেকর্ড নিয়ে তেমন ভাবিনি, লক্ষ্য ছিল কেরলকে যত দ্রুত সম্ভব আউট করা যায়।