Neymar. (Photo Credits; Instagram)

বড় রেকর্ড গড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে নেইমার এখন ব্রাজিল ফুটবলের সর্বকালের সর্বোচ গোলদাতা। এদিন বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে একটা গোল করলেই পেলেকে ছাপিয়ে দেশের ফুটবলের সবচেয়ে বড় রেকর্ডটা গড়তেন নেইমার। ম্যাচের ৬১ মিনিটে গোল করে ইতিহাস গড়েন নেইমার। পেলের (৭৭) গোলের রেকর্ড ভেঙে নেইমার এখন ব্রাজিল ফুটবলের রত্ন।

৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে ওঠার অভিযান শুরু করল ব্রাজিল। শনিবার সকালে (ভারতীয় সময়) দেশের মাটিতে হওয়া বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে ৫-১ গোলে জিতলেন নেইমার-রা। নিজে দুটি গোল করলেন নেইমার। রডিরগো করলেন দুটি গোল। রাপিনহো করেন একটি গোল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে অপ্রত্য়াশিত হারের পর এই প্রথম খেলতে নামল ব্রাজিল ফুটবল দল।

দেখুন পেলেকে ছাপিয়ে বড় নজির করা নেইমারের গোল

দেখুন ছবিতে

এদিন, ম্যাচের ২৪ মিনিটে রডিরগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ৪৭ মিনিটে রাপিনহো ব্রাজিলের ব্য়বধান বাড়ান। মিনিট ছয়েক বাদে রডরিগো দলের তৃতীয় গোলটি করেন। ম্যাচের ৬১ মিনিটে গোল করে পেলের রেকর্ড ভাঙেন নেইমার। ৭৮ মিনিটে খেলার গতির উল্টো স্রোতে হেঁটে বলিভিয়ার হয়ে গোল করেন ভিক্টর আবরেগো। খেলা শেষের একেবারে শেষের দিকে নেইমার নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন।

কাতার বিশ্বকাপে হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। এরপর থেকে ব্রাজিল ফুটবলে কোনও স্থায়ী কোচ আসেনি। শনিবার নেইমাররা জিতলেন অন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে।

দেখুন ছবিতে

লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইটা খুব পরিষ্কার। এই মহাদেশের দশটি দেশ হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলে। এরপর পয়েন্টের ভিত্তিতে সরাসরি ৬টি দেশ ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলবে। আর একটি দেশ মহাদেশীয় প্লে অফে খেলে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। লাতিন আমেরিকায় দু বছর ধরে চলবে এই যোগ্যতা পর্বের খেলা। ব্রাজিলের পরবর্তী ম্যাচ বুধবার, ১৩ সেপ্টেম্বর, পেরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচ।

লাতিন আমেরিকা যোগ্যতাপর্বে প্রথম রাউন্ডে আর্জেন্টিনা ১-০ গোলে ইকুয়েডর, উরুগুয়ে ৩-১ গোলে চিলি, কলম্বিয়া ১-০ গোলে ভেনেজুয়েলাকে, ব্রাজিল ৫-১ গোলে বলিভিয়াকে হারায়। অন্যদিকে, প্যারাগুয়ে-পেরু ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়।