প্রায় এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে হারল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে হারল আর্জেন্টিনাকে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এটাই লিওনেল মেসিদের প্রথম হার। দেশের মাটিতে লুইস সুয়ারেজদের কাছে এদিন বেশ খারাপ খেললেন মেসিরা। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে আয়োজিত ম্যাচের ৪১ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রোনাল্ড আরাউজো। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে হওয়ার মিনিট তিনেক আগে উরুগুয়ের লিড দ্বিগুণ করেন ডারউন নুনেজ।
অন্যদিকে, ব্রাজিল ফুটবলে দুর্দশা অব্যাহত। প্রাক বিশ্বকাপে এই নিয়ে টানা দুটো ম্যাচে হারল ব্রাজিল। এর আগে উরুগুয়েরে কাছে হার ও ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করেছিলেন নেইমার-রা। সোমবার অ্যাওয়ে ম্যাচে কলম্বিয়ার কাছে ১-২ গোলে হারল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করে ব্রাজিল বধের নায়ক কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। যে দিয়াজের বাবা-মা ক দিন আগে দুষ্কৃতিরা অপহরণ করে রেখেছিল। লুইস দিয়াজের বাবা এদিন গ্যালারিতে উপস্থিত থেকে ছেলের জোড়া গোল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন।
দেখুন ছেলে লুইস দিয়াজের গোলের আনন্দে বাবার আনন্দের কান্না
LUIS DIAZ SR. REACTS TO HIS SON SCORING AGAINST BRAZIL, JUST TWO DAYS AFTER THEY WERE REUNITED POST-KIDNAPPING. FOOTBALL YOU ARE AMAZING. ❤️❤️❤️pic.twitter.com/gByosEmGNt
— Men in Blazers (@MenInBlazers) November 17, 2023
কলম্বিয়ার বারানকুইলায় আয়োজিত এই ম্যাচে শুরুটা দারুণ করেছিল ব্রাজিল। ম্যাচের ৪ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে এগিয়ে যায় নেইমারহীন ব্রাজিল। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর ঝড় তোসলেন দিয়াজ। ৭৫ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর দলের জয়সূচক গোলটি করেন মিনিট চারকের মধ্যে। প্রাক বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ব্রজিলকে হারাল কলম্বিয়া।
আগামী বুধবার প্রাক বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ঘরের মাঠে ব্রাজিল খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। এরপর থেকে এখনও স্থায়ী কোচ নিয়োগ করতে পারেনি ব্রাজিল। অস্থায়ী কোচ ফার্নান্দো দিনিজ (Fernando Diniz) দলকে একেবারেই গোছাতে পারছেন না।