আর্জেন্টিনায় ভেঙে পড়ল ১০ তলা হোটেল (ছবিঃANI)

নয়াদিল্লিঃ আর্জেন্টিনায়(Argentina) ভেঙে পড়ল(Collapsed) ১০ তলা হোটেল। এই ধসের ঘটনায় মৃত্যু(Death) হয়েছে একজনের। ধ্বংসস্তূপে চাপা পড়ে আহত হয়েছেন বহু। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থিত ভিলা গেসেলের একটি হোটেলে। আচমকাই ধসে পড়ে হোটেলটি। জানা গিয়েছে, ওই হোটেলে কিছু সংস্কার কাজ চলছিল। সেই সময় এটি ভেঙে পড়ে। যার ফলে আহত হয়েছে বেশকিছু জন কর্মরত শ্রমিক। ধ্বংসস্তূপ থেকে কোনওভাবে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও জারি উদ্ধারকাজ। এই ঘটনায় মৃত্যু হ্যেছে হোটেল সংলগ্ন একটি বাড়িতে বসবাসকারী ৮০ বছরের বৃদ্ধের। ওই বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে তাঁর বৃদ্ধা স্ত্রীকে। কীভাবে এই বৃদ্ধের মৃত্যু হল তা এখনও পর্যন্ত জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হোটেলটি বহু পুরনো। ১৯৮৬ সালে তৈরি হয়েছে। তাই কিছু সংস্কারের প্রয়োজন হয়। তবে সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় প্রশাসন কাজ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও সংস্কারের কাজ চালানো হলেই এই বিপত্তি ঘটে।

আর্জেন্টিনায় ভেঙে পড়ল ১০ তলা হোটেল, মৃত ১, আহত বহু