বয়স নিতান্ত সংখ্যা মাত্র। ৬০ বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু সৌন্দর্য বা মুখের লাবন্য দেখে তা টেরও পাবেন না। আর সেই কারণেই আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের বাসিন্দা অ্যালেজেন্দ্রা রদ্রিগেজ সুন্দরী প্রতিযোগীতার খেতাব জিতে খবরের শিরোনামে উঠে এলেন। পেশায় আইনজীবী অ্যালজেন্দ্রা সম্প্রতি মিউ ইউনির্ভাস বুয়েনস আয়ার্স জেতেন।
এই খেতাব জিতে তিনি যে সকলকে বিষ্মিত করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। আসলে এই বয়সে তিনি বিশ্বে প্রথম যিনি কোনও সুন্দরী প্রতিযোগীতা জিতেছেন। অ্যালেজেন্দ্রা জানিয়েছেন, এরপর তাঁর লক্ষ মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশগ্রহন করা। যা এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।
এখনও পর্যন্ত মিস ইউনিভার্সের খেতাব যারা জিতেছেন তাঁদের কারোরই বয়স ৩০-এর কোটাতে ছিল না। যদিও অংশগ্রহণকারীদের বয়সের মাপকাঠী ১৮ থেকে ৭৩ পর্যন্ত দেওয়া আছে। কিন্তু কখনই মূলপর্বের প্রতিযোগীতা বেশি বয়সের কোনও সুন্দরীকে দেখা যায়নি। সেক্ষেত্রে অ্যালেজেন্দ্রা যদি এন্ট্রি নেন তাহলে এটাই বড়সড় রেকর্ড তৈরি হবে।