![](https://bnst1.latestly.com/uploads/images/2024/10/pszyrxpd.jpg?width=380&height=214)
Kota Student Suicide: রাজস্থানের কোটায় ফের এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল। স্থানীয় পুলিশ জানায়, প্রতাপনগরে এক পিজি ঘর থেকে ১৮ বছরের এক ছাত্রের দেহ সিলিং ফ্যান থেকে উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের নাম অঙ্কুশ মীনা। দেড় বছরের বেশী সময় ধরে সে নিট পরীক্ষার প্রস্তুতির জন্য কোটার সেই পিজি-তে ভাড়া নিয়ে ছিল বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, ত্রিকোণ প্রেমের ঘটনা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।
চলতি বছর কোটায় ৭টি আত্মহত্যার ঘটনা
চলতি বছর এরই মধ্যে কোটায় ৭জন ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পাশ করার অত্যধিক মানসিক চাপ থেকেই কোটায় পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা ঘটে। গোটা দেশ থেকে বহু ছাত্রছাত্রী কোটায় NEET পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রশিক্ষণ বা কোচিং নিতে যান। আর সেইখানেই মানসিক চাপ সামলাতে না পেরে, স্বপ্নভঙ্গ হওয়ার ঘটনায় আত্মহত্যার ঘটনা ঘটছে।
কোটায় ছাত্রের আত্মহত্যা
#Rajasthan | An 18-year-old NEET aspirant was found hanging in his PG room in #Kota
The student, who had been preparing for NEET-UG in Kota for over a year and a half lived in his PG room in Pratap Nagar. Circle inspector at Dadabari police Station Menge Lal Yadav said a cousin,… pic.twitter.com/Q5mFJEPdjv
— The Times Of India (@timesofindia) February 11, 2025
টুয়েলভথ ফেল
২০২৩ সালে বিধু বিনোদ চোপড়া পরিচালিত, বিক্রান্ত মেসি অভিনীত সিনেমা 'টুয়েলভথ ফেল'সিনেমাটিতে কোটায় ছাত্রছাত্রীদের সমস্যার কথা দারুণভাবে তুলে ধরা হয়েছিল।
আত্মহত্যা রোখা ও মানসিক স্বাস্থ্যের হেল্পলাইন নম্বর:
Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.