চীনের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির আঞ্চলিক বিবাদের প্রেক্ষাপটে মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন, হোয়াইট হাউসে জাপান ও ফিলিপিন্সের নেতৃবৃন্দের সঙ্গে প্রথম বারের মত  ত্রিপাক্ষিক একটি বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সমান অংশীদার ও বিশ্বস্ত বন্ধু এই তিনটি দেশ, অবাধ ও মুক্ত ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে রচিত শৃঙ্খলার অভিন্ন দৃষ্টিভঙ্গীর অংশীদার । আগামী দশকগুলিতেও  এই দৃষ্টিভঙ্গী নিয়েই এগোনোর অঙ্গীকার করেছে তারা।

দক্ষিণ চীন সাগরে বেজিং-এর বিপজ্জনক এবং আগ্রাসী আচরণ নিয়ে তিন দেশের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন।ওই এলাকায় দখল কায়েম করার বে-আইনী দাবি এবং সেই দাবি রক্ষায় চীনের সামরিক তৎপরতা বৃদ্ধিতেও তারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন, ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়ার এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)