আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক, ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপে অনেকটাই পরিবর্তন এসেছে। ৩০ ডিসেম্বর এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় একাধিক আঘাত থেকে আরোগ্য লাভের জন্য দীর্ঘ পথে পন্থ। আইপিএলে দলের সঙ্গে এ বছর না থাকলেও বাঁ হাতি উইকেটকিপার-ব্যাটারই যে দলের প্রাণ ও হৃদয় হয়ে থাকবেন, তা স্পষ্ট করে দিয়েছেন কোচ রিকি পন্টিং। এই প্রসঙ্গে রিকি বলেন যে, তিনি এখনও তাঁর সঙ্গে দেখা করেননি। তবে গত কয়েক মাসে ঋষভের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে পন্থ জুড়ে থাকুক সেটাই চেষ্টা করতে চাই। পন্টিং জানিয়েছেন যে, তাঁর পরিকল্পনা ছিল যে, পন্থের জার্সি নম্বর শার্টে রাখা হোক বা ক্যাপ খেলা হোক যাতে মরসুমে তাঁর উপস্থিতি নিশ্চিত করা যায়। পন্থের পরিবর্ত হিসেবে দিল্লি এখনও ঘোষণা করেনি। পন্টিং জানিয়েছেন, ২৫ ও ২৮ মার্চ ট্রায়াল ম্যাচ খেলার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
Ricky Ponting on #RishabhPant : he’s the heart and soul of @DelhiCapitals and we will find a way to involve him. We are thinking of wearing his number on all our shirts or caps but we will do something to involve him. #IPL2023 pic.twitter.com/8g2ZcC8IY8
— Karishma Singh (@karishmasingh22) March 24, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)