বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্রাক্টে দেশের মোট ১৬ জন মহিলা ক্রিকেটার ঠাঁই পাচ্ছেন। জাতীয় দলে খেলা ভারতের ১৬ জন মহিলা ক্রিকেটারদের তিনটি গ্রেডে ভাগ করা হয়েছে। সবার আগে ৫০ লক্ষ টাকার বার্ষিক চুক্তির এ গ্রেডে আছেন তিনজন- ১) অধিনায়িকা হরমনপ্রীত কৌর, ২) টিম ইন্ডিয়ার এক নম্বর ব্যাটার স্মৃতি মন্ধনা ও ৩) ধারাবাহিকভাবে ভাল খেলা দীপ্তি শর্মা।
গ্রেড বি-তে কারা
বার্ষিক ৩০ লক্ষ টাকার বি গ্রেডে আছেন চার ক্রিকেটার। বাংলার রিচা ঘোষ বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টের বি গ্রেডে আছেন। রিচা ছাড়াও গ্রেড বি-তে আছেন তারকা পেসার রেণুকা ঠাকুর, মিডল অর্ডার ব্যাটার জেমাইমা রডরিগজ, ও শেফালি ভর্মা। বছরে ১০ লক্ষ টাকার সি গ্রেডে আছেন মোট ৯ জন। বাংলার তারকা পেসার তিতাস সাধু আছে সি গ্রেডে।
এক নজরে মহিলাদের ক্রিকেটে BCCI-র সেন্ট্রাল কন্ট্রাক্ট
Harmanpreet Kaur, Smriti Mandhana and Deepti Sharma have been offered Grade A contracts by the BCCI, with five new names in Grade C https://t.co/yly2D9FaE8 pic.twitter.com/9JzkSL2UEu
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 24, 2025
গ্রেড সি-তে কারা
এছাড়াও এই গ্রেড সি-তে আছেন রাধা যাদব, স্নেহ রানা, উমা ছেত্রী, যস্তিকা ভাটিয়া, অরুন্ধতী রেড্ডি,শ্রেয়াঙ্কা পাটিল, পূজা ভাসত্রাকার ও আমানজ্যোত কৌর। এ বছর নতুন মোট পাঁচজন মহিলা ক্রিকেটার গ্রেড সি-তে জায়গা পেলেন।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)