ইংরাজিতে একটা প্রবাদ আছে। ওয়ান্স ইন এ ব্লু মুন। সেই ওয়ান্স ইন এ ব্লু মুন দিনটি ছিল বুধবার রাখি পূর্ণিমার সন্ধ্যাতে। এদিন সন্ধ্যার পর থেকে নীল চাঁদ দেখা যায় আকাশে।বুধবার যারা মিস করে গেছেন আকাশ পরিস্কার থাকলে বৃহস্পতিবারও এই নীল চাঁদ দেখার সৌভাগ্য হতে পারে।

গতকাল (৩০ অগস্ট)যারা জ্যোতির্বিদ্যায় আগ্রহী তাদের জন্য একটি বিশেষ দিন ছিল। ব্লুমুন নামে দৃশ্যমান এই সুপারমুনের ঔজ্জ্বল্য পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি, আবার এর আকারও কিছুটা বড়। আমাদের থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার ১৮১ কিলোমিটার দূরে অবস্থান করা চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে চলে এসেছে পৃথিবীর সবথেকে কাছাকাছি বিন্দুতে। এই কারণে, এটি মাইক্রোমুনের চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখিয়েছে।

অগস্ট মাসে দুটি পূর্ণিমা তিথি পড়াতে এবার এক মাসে দুটি সুপার ব্লু মুন দেখা গেছে যা বিরল। এমনিতেই  জ্যোতির্বিদ্যাগত কিছু পরিবর্তনের জন্য সুপার ব্লু মুনের মতো ঘটনা ১০ বছরে একবার ঘটে। তার উপরে আবার এক মাসে দুটি সুপার ব্লু মুন শেষ বার দেখা গিয়েছিল ২০১৮ সালে এবং ২০৩৭ সালের আগে তা আর ঘটার কোনও সম্ভাবনা নেই। এবার দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদের এই মোহময়ী রূপ কিভাবে ধরা দিয়েছে

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)