নয়াদিল্লি: ‘নিট’ (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নম্বর দেওয়ার ক্ষেত্রে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ৪ জুন লোকসভা নির্বাচনের দিনই ওই পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে চিকিৎসক সংগঠনগুলি। ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ (আন্ডারগ্র্যাজুয়েট)-এ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। চলতি বছরের ৫ মে দেশের ৫৭১টি শহরের ৪৭৫০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার্থী ছিলেন প্রায় ২৪ লক্ষ।

উল্লেখ্য, ১৪ জুন নিট (ইউজি)-র ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও কেন তা ১০ দিন আগে করা হল তা নিয়েও অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। আজ ‘নিট’ পরীক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে নয়াদিল্লির শাস্ত্রী ভবনের বাইরে বিক্ষোভ আন্দোলন করেছেন।

দেখুন

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)