নয়াদিল্লি: ইজরায়েল (Israel) পশ্চিম তীরের একটি গ্রাম থেকে দশজন ভারতীয় নির্মাণ শ্রমিককে (Indian Construction Workers) উদ্ধার করেছে। সূত্রে খবর, শ্রমিকদের কাজের জন্য পশ্চিম তীরের (West Bank) আল-জায়েম গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল।সেখানে তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়। নিউজ পোর্টাল ওয়াইনেটনিউজ জানিয়েছে যে ইজরায়েল সেনাবাহিনী একটি চেকপয়েন্টে কিছু সন্দেহভাজনকে আটক করে, তারপর রাতভর অভিযানে শ্রমিকদের উদ্ধার করা হয়। যদিও বিষয়টি এখনও তদন্তাধীন, দূতাবাস ইজরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং শ্রমিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে।
ইজরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, প্যালেস্তাইনরা চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের পশ্চিম তীরের আল-জায়েম গ্রামে নিয়ে যায়। এরপর তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে ইজরায়েলে প্রবেশের জন্য সেগুলি ব্যবহার করার চেষ্টা করা হয়।
নিখোঁজ শ্রমিকদের পশ্চিম তীর থেকে উদ্ধার করল ইজরায়েল
"Israeli authorities traced 10 missing Indian construction workers to West Bank & have brought them back to Israel.While the matter is still under investigation, the Embassy is in touch with the Israeli authorities & have requested to ensure their safety & well-being@MEAIndia,"… pic.twitter.com/JQPdnvIaef
— Press Trust of India (@PTI_News) March 6, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)