Netflix Rep Image Photo Credit: Twitter@FT

ওটিটি-র বাজার ক্রমশ জটিল হচ্ছে। করোনাকালে একেবারে আকাশছোঁয়া জনপ্রিয়তা বাড়ার পর এখন ওটিটি ব্যবসার উর্ধ্বগামী গ্রাফ কিছুটা নেমে এসেছে। আগের চেয়ে অনেক বেশী সংখ্যক ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যায় বেড়েছে।  এখন আর ওটিটি মানেই নেটফ্লিক্সের একচেটিয়া বাজার নয়। দুনিয়া জুড়ে সাবস্ক্রাইবারের বিচারে নেটফ্লিক্সের ঘাড়ে নি:শ্বাস ফেলছে অ্যামাজন প্রাইম ভিডিয়ো। ডিজনি থেকে পিকক, এইচবিও-ও নেটফ্লিক্সের বাজারে ভাগ বসিয়েছে। তাই বিশেষজ্ঞমহলের ধারণা ছিল, চলতি বছর দুনিয়ার সবচেয়ে বড় ও জনপ্রিয় ওটিটি প্ল্য়াটফর্ম নেটফ্লিক্স আগের মত কনেটন্ট কেনা বা তৈরির পিছনে খরচ করবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর মার্কিন বাজারে অস্থিরতাও চলতি বছর নেটফ্লিক্সের বড় বিনিয়োগ না করার পিছনে একটা কারণ হতে পারে বলে মনে করা হচ্ছিল।

চলতি বছর রেকর্ড বিনিয়োগ করবে নেটফ্লিক্স

কিন্তু সব জল্পনা উড়িয়ে নেটফ্লিক্সের কর্তৃপক্ষ ঘোষণা করল, সিনেমা, ওয়েব সিরিজ, তথ্যচিত্র (ডকুমেন্টারি) সহ সেরা কনটেন্ট কিনতে চলতি বছর (২০২৫ সালে) ১ হাজার কোটি মার্কিন জলার বিনিয়োগ করবে। চলতি বছর নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে স্ট্রেঞ্জার থিংস, স্কুইডস গেমস, ইউ-র মত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ ভাগ। ২০২৫ সালকে নিজেদের ব্যবসা দুনিয়াজুড়ে ছড়িয়ে দেওয়ার কাজে জোর দেবে নেটফ্লিক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কঠিন চ্য়ালেঞ্জের মুখে পড়া নেটফ্লিক্সের লক্ষ্য এখন লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, ইতালি, ইন্দোনেশিয়া, ভারতের বাজার দিকে নজর। আঞ্চলিক ভাষাগুলোর ওপরও জোর দিচ্ছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্সের মোট ইউজার কত

২০২৪ সালে নেটফ্লিক্সের মোট পেড সাবস্ক্রাইবার (যারা টাকা খরচ করে সদস্য হয়ে কনটেন্ট দেখেন) ছিল সাড়ে ৩০ কোটি-রও বেশী। গোটা বিশ্বে ৭০ কোটি মানুষ নিয়মিত নেটফ্লিক্স দেখেন। কিন্তু সমীক্ষা বলছে, ওটিটি-র বাজার আগামী দিনে যা হতে পারে, তার মধ্যে এখনও পর্যন্ত নেটফ্লিক্স তার মাত্র ৬ শতাংশ ও মার্কিন টিভি দর্শকদের মাত্র ১০ শতাংশের কাছে পৌঁচতে পেরেছে নেটফ্লিক্স।