
নয়াদিল্লিঃ এবার শিরোনামে মধ্যপ্রদেশের (Madhya Pradesh)ভিন্ড(Bhind)। ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের(Rape) অভিযোগ উঠল ৫৫ বছরের ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ(Police)। গোটা ঘটনার তদন্ত চলছে। জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের ভিন্ড জেলার মেগাঁও জেলার কানহারি গ্রামের। ঘটনাটি ঘটে গত ৩ মার্চ। মেয়েকে বাড়িতে রেখে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। বাড়ি ফিরে দেখেন বাড়ি থেকে উধাও ৫ বছরের শিশুকন্যা। সারারাত মেয়েকে খুঁজেও খালি হাতে বাড়ি ফিরতে হয় তাঁদের। ভোরের আলো ফুটতেই সোজা থানায় ছোটেন অসহায় বাবা-মা। নিখোঁজ ডায়ারি করা হয় থানায়।এরপর ৪ মার্চ তাঁদের এক আত্মীয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় ওই শিশুকে।
৫৫ বছরের ব্যক্তির লালসার শিকার ৫ বছরের শিশুকন্যা
শিশুটির আচরণে কিছু অস্বাভাবিকতা দেখে সোজা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্পন্ন হয় শারীরিক পরীক্ষা। জানা যায়, ধর্ষণের শিকার হয়েছে ওই শিশু। এরপর ধর্ষণের মামলা দায়ের করে শুরু হয় তদন্ত। এরপরই আটক করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উত্তরপ্রদেশের জালন জেলার বাসিন্দা।
৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ৫৫ বছরের ব্যক্তির বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত
Madhya Pradesh Shocker: 5-Year-Old Raped by 55-Year-Old Man in Bhindhttps://t.co/1IhFdWyEf7#MadhyaPradesh #Bhind
— LatestLY (@latestly) March 8, 2025